সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিসি টিভি’র ফুটেজে ছাত্রলীগ নেতা সোহেল হত্যার দৃশ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৬

2016_03_30_11_15_54_dqXhn7i5d7UkKh0dhUoIBlfkb90d6W_original

ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনার সিসি টিভি’র ফুটেজে এসেছে।

বিশ্ববিদ্যালয়ে ২য় তলার সিসি টিভি’র ভিডিও ফুটেজে দেখা যায় উপর্যুপুরি ছুরিকাঘাত করে খুন করা হয় ছাত্রলীগের সদস্য সোহেল আহমেদকে (২৪)।

মঙ্গলবার দুপুরে ছাত্রদের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে খুন হন বিবিএ’র ৩১তম ব্যাচের শিক্ষার্থী ও নগর ছাত্রলীগ সদস্য সোহেল। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনি এলাকার আবু তাহেরের ছেলে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে বিবিএ’র ৩১তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম উপলক্ষে মহড়া ছিল আজ (২৯ মার্চ)। এ অনুষ্ঠানে প্রধান অতিথি নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী না সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন হবেন তা নিয়ে বিরোধ চলছিল।

এ নিয়ে দুপুর দেড়টার দিকে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারি এম ই এস কলেজ ছাত্রলীগ নেতা ওয়াসিম গ্রুপের কর্মীদের সাথে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থিত ছাত্রলীগ কর্মীদের কথা কাটাকাটি হয়।

এসময় দু’পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল আহমেদসহ আরো দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

এনিয়ে গতকাল উত্তাল ছিল চট্টগ্রাম। মরদেহ দেখতে গিয়ে দোষীদের ছাড় দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির। এর কিছুক্ষণ পর নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীও বিবৃতি পাঠান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি