শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দেশে হোমিও চিকিৎসার প্রচলন থাকলেও গবেষণা নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৬

homeopathy-400x258
ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে হোমিও চিকিৎসার ব্যাপক প্রচলন থাকলেও তেমন গবেষণা হয় না। এটা অবশ্যই হওয়া দরকার। পাশাপাশি হোমিও চিকিৎসকদেরকে দেশে বিদেশে ট্রেনিং করা প্রয়োজন। বর্তমান সরকার হোমিও চিকিৎসার উন্নয়নেও পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দিনব্যাপী হোমিও বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে হোমিও পেশাজীবি সমিতি (হোপেস) সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সেমিনারের আয়োজন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। হোপেস উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মঈন উদ্দীন খান বাদল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী, লক্ষ্মীপুর-৩ আসনের এমপি এ কে এম শাহজাহান কামাল, নেত্রকোনা-১ আসনের এমপি ছবি বিশ্বাস, সুকুন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার পরিচালক ডাঃ আনির বিন সুকুন, হোপেসের প্রতিষ্ঠাতা সদস্য ও স্কাই ভিউ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  ডাঃ এন জোহা এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল ফেডারেশনের সভাপতি ডাঃ শাখাওয়াত ইসলাম। পরিচালনা করেন হোপেসের সভাপতি ডাঃ আবদুর রাজ্জাক তালুকদার।

অনুষ্ঠানে হোপেসের পক্ষ থেকে ১৯দফা দাবি উপস্থাপন করা হয়। তার মধ্যে রয়েছে, সব বিশ্ববিদ্যালয়ে হোমিও বিষয়ক বিএইচএমএস কোর্স চালু করা, প্রতিটি হাসপাতালে হোমিও চিকিৎসক নিয়োগ, হোমিও শিল্পের বিকাশ ও কাঁচামাল প্রাপ্তিতে আরোপিত শর্ত শিথিল, ইন্টার্নী ভাতা তিন হাজার টাকা করা, বাজেটে হোমিওপ্যাথির জন্য আলাদা বরাদ্দ রাখা, সকল হয়রানি বন্ধ করা, হোমিও চিকিৎসকদের বিসিএস করার সুযোগ দেয়া প্রভৃতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি