বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কমবে এলপি গ্যাসের দাম, বন্ধ হবে পাইপ লাইনের গ্যাস


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

images16

ডেস্ক রিপোর্টঃ

গৃহস্থ্য কাজে এলপি গ্যাসের ব্যবহার উৎসাহিত করতে দাম সমম্বয় করার উদ্যোগ নিয়েছে সরকার। একই কাছে পাইপ লাইনে গ্যাসের ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এলপি গ্যাসের দাম সমম্বয় করতে সরকার সরাসরি ভূর্তুকি দিবে না। বিকল্প হিসেবে এই গ্যাসের ব্যয় হ্রাসের জন্য বিভিন্ন ধরনের ট্যাস্ক ও ডিউটি কমানো বা মওকুফ করার প্রস্তাব করা হয়েছে। বেসরকারি পর্যায়ে বিইআরসি কর্তৃক এলপি গ্যাসের লাইসেন্স ফি কমানোর বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

সরকার এলপি গ্যাসের দামের সঙ্গে ও পাইপ লাইনে গ্যাসের দামের মধ্যে ব্যবধান কমিয়ে আনারও উদ্যোগ নিয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ প্রসঙ্গে বলেন, বাসাবাড়িতে পাইপ লাইনে গ্যাসের ওপর নির্ভরশীলতা কমিয়ে এলপি গ্যাস ব্যবহারে গ্রাহকদের আগ্রহী করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এলপিজি বোতল ও পাইপ লাইনে গ্যাসের দামের মধ্যে বৈষম্য কমিয়ে আনতে পাইপ লাইনের গ্যাসের দাম বৃদ্ধির পরিকল্পনা নেয়া হচ্ছে।

জানা গেছে, এলপি গ্যাস উৎপাদনের জন্য বর্তমানে কৈলাশটিলায় এলপিজি উৎপাদনের একটি কারখানা রয়েছে, কৈলাশটিলা গ্যাস ফিল্ড থেকেই সেখানে  গ্যাস সরবরাহ হয়ে থেকে । বর্তমানে কৈলাশটিলা এলপিজি প্ল্যান্ট হতে বার্ষিক ৭ থেকে ৮ হাজার মেট্টিক টন এলপি উৎপাদন হচ্ছে। এটিকে আরো বাড়ানো হবে। ইস্টার্ন রিফাইনারি থেকে বার্ষিক ১৩ থেকে ১৪ হাজার মেট্টিক টন হারে এলপিজি উৎপাদন করা হচ্ছে। অর্থাৎ দেশীয় উৎপাদিত এলপিজির পরিমাণ ২০ থেকে ২২ হাজার মেট্টিক টন। দেশে এলপি’র বার্ষিক চাহিদা আনুমানিক এক লাখ মেট্টিক টনের মত। জনগণের চাহিদার কথা বিবেচনায় এনে সরকার এই উদ্যোগ নিয়েছে।

মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের জন্য সরকার শিল্পখাতে বে-সরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণকে উৎসাহিত করার জন্য সরকারি-বেসরকারি অংশীদায়িত্ব ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

এতে বলা হয়েছে, বর্তমানে পাইপলাইনে সরবরাহকৃত প্রাকৃতিক গ্যাসের তুলনায় এলপিজির দাম অনেক বেশি। এ কারণে এলপিজিকে আর্থিকভাবে সাশ্রয়ী করে বৃহৎ জনগোষ্ঠীর নিকট তা সুলভে বিতরণের ব্যবস্থা করার টার্গেট নিয়ে কাজ করাই হচ্ছে প্রধান উদ্দেশ্য।

যে সব স্থানে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা সম্ভব নয়, প্রাথমিকভাবে সেই সকল এলাকায় এলপি জ্বালানি হিসেবে ব্যবহার করার সুযোগ বৃদ্ধি করার টার্গেট নিয়ে আগাচ্ছে সরকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি