শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


তাপমাত্রা বৃদ্ধিতে বদলে যাচ্ছে ঋতু চক্র


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৪.২০১৬

weather-p
ডেস্ক রিপোর্টঃ

শীত, গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই বাড়ছে দেশের তাপমাত্রা। আবহাওয়াবিদরা জানান, গত ফেব্রুয়ারিতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। আবহাওয়ার এই অস্বাভাবিকতায় বদলে যাচ্ছে ঋতুর বৈশিষ্ট্য। আগেভাগেই আঘাত হানছে কালবৈশাখী, চলছে বৃষ্টিপাত।

উন্নত বিশ্বের পাশাপাশি চীন-ভারতের মতো দেশে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ায় বায়ুম-লে বাড়ছে গ্রিনহাউস গ্যাসের মাত্রা। এ কারণে বেড়েই চলছে বৈশ্বিক উষ্ণতা। বৈশ্বিক গড়ের চেয়ে বাংলাদেশে দ্রুত হারে বাড়ছে তাপমাত্রা। ক্ষতিগ্রস্ত শীর্ষ দশ দেশের তালিকাতেও আছে বাংলাদেশের নাম।

কৃষি আবহাওয়াবিদ শামীম হাসান ভুইয়া বলেন, ‘গ্লোবালি তাপমাত্রা বেড়েছে ৪ ডিগ্রী। সারা বাংলাদেশে হিসাব করলে তাপমাত্রা বেড়েছে ৬ ডিগ্রী কিন্তু ঢাকা শহরে তাপমাত্রা বেড়েছে ১ ডিগ্রী। এইবার শীত দ্রুত চলে যাওয়ার কারণে বজ্রপাত, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এগুলো কিছু আগে চলে আসছে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসে শিলাবৃষ্টি কিছুটা অস্বাভাবিক’।

বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনার অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম বলেন, ‘বলা হচ্ছে ডেঙ্গু, ম্যালেরিয়া বেড়ে যাবে। প্রাকৃতিক যে ঘটনাগুলা যেমন সাইক্লোন, ঘুর্ণিঝড়, বন্যা অনেক শক্তি নিয়ে ঘটছে। সমুদ্রের উচ্চতা বেড়ে গেলে আমাদের দুইটা সমস্যা হবে। একটা হচ্ছে কিছু নিচু এলাকা তলিয়ে যাবে। আরেকটা হল সুন্দরবেনর অর্ধেকের বেশি ক্ষতিগ্রস্থ হবে’।

বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রার কারণে জলবায়ুজনিত পরিবর্তনের চিত্র দৃশ্যমান হচ্ছে বাংলাদেশে। ছয় ঋতুর স্বাভাবিক চক্রে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে পরিবর্তন। এ বছর সময়ের আগেই শীতের বিদায় আর অসময়ে ঝড়-বৃষ্টিকে অস্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা।

গবেষকেরা মনে করেন, সমুদ্রস্তরের উচ্চতা বাড়া, নদীর দিক বদল অথবা মরে যাওয়ার ফলে শক্তিশালী হচ্ছে কালবৈশাখী, বাড়ছে বন্যাসহ নানান প্রাকৃতিক দূর্যোগ।

এমন পরিস্থিতিতে জলবায়ু অভিযোজনের দিকে সরকারকে আরো বেশি নজর দেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি