শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘আনন্দ বিচিত্রা’য় প্রচ্ছদ হয়েছিল ’৮৯ নতুন মুখ শমী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০১৬

0___561505_504194556276814_1238035047_n-400x323

ডেস্ক রিপোর্টঃ

দেশেই থাকব সিদ্ধান্ত নিলাম। নাটকের জন্য থেকে গেলাম। চিন্তা করলাম, না হয় পরের বছর ভর্তি হবো। এক বছর না হয় পড়লাম না। শুটিং শুরু হলো ‘যত দূরে যাই’ নাটকের। যথারীতি রিহার্সেল। রিহার্সেলে গিয়ে ফখরুল আবেদীনের সঙ্গে প্রথম দেখা। সবাই খুব উৎসাহ দিল। তবে সবাই খুব কম কথা বলত। আমি তো তখন নতুন, তেমন কেউ চেনে না। তবে তারানা আপা খুব ফ্রেন্ডলি ছিল। ‘যত দূরে যাই’ ছিল একটা খ- নাটক। অনেক বছর পরে তারানা হালিমের স্ক্রিনে ফিরে আসা। প্রথম দিনের রেকর্ডিংটাই ছিল আমি, তারানা আপা আর তৌকীরÑ এই তিনজন। পরপর কয়েকদিন রেকর্ডিং হলো। প্রথম পর্ব যেদিন প্রচারিত হলো, সেদিন আমরা তৃতীয় পর্বের রেকর্ডিং করছি। ঠিক হলো, যখন দেখানো হবে আমরা প্যানেলে বসে সবাই মিলে দেখব। তিন তলার প্যানেলে বসে সবাই একসঙ্গে দেখলাম। প্রচার শেষে হাততালি দিয়ে সবাই আমাকে বলা শুরু করল, কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন।

প্রথম পর্বের কথা একটু মনে আছে, আঙুলের মধ্যে ফুলের কাঁটা বিঁধে যায়Ñ এ রকম একটা দৃশ্য খুব পছন্দ করেছিল দর্শক।

নাটক প্রচারের কয়েকদিন পর আমার ভাইয়ের প্যারেন্টস ডে। আমার ভাই পড়ত মির্জাপুর ক্যাডেট কলেজে। আমি, মা, চাচা, সবাই সেখানে গিয়েছি। একটা গাছের নিচে বসেছিলাম। অন্যরা এসে বারবার আমাকে দেখছিল আর আমার ভাইকে জিজ্ঞেস করছিল, উনি কি তোমার বোন? আমি খুব থ্রিল ফিল করছিলাম। এর মধ্যে একজন বয়স্ক লোক, সম্ভবত তিনি ক্যাডেট কলেজেরই কর্মচারী হবেন। এসে আমাকে বললেন, মা তোমার পায়ে পড়ি, তুমি একটু আমার মেয়েটার সঙ্গে দেখা করো। ওর টাইফয়েড হয়েছে। তুমি গেলেই ও ভালো হয়ে যাবে। আমি খুব অবাক হলাম। ভদ্রলোক যেভাবে অনুরোধ করলেন, আমি গেলাম। মেয়েটা আমার হাত ধরে বলল, ‘যত দূরে যাই’ নাটকে আপনার কান্না দেখে কষ্ট পেয়ে সারারাত কেঁদেছি। এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি তো সামান্য একজন অভিনেত্রী। অথচ আমার জন্য আরেকটি মানুষ কাঁদছে। আমি যার কেউ না। মাথায় হাত বুলিয়ে দিলাম।

আমাকে অভিনয়ে যারা উৎসাহ দিয়েছিল তাদের একজনের কথা লিখতেই হয়। খেলাঘরের সুবাদে যার সঙ্গে পরিচয়। বিচিত্রায় ছিলেন। ছবি আঁকতেন। মাসুক হেলাল। শিল্পী মাসুক হেলাল।

‘যত দূরে যাই’ শেষ হওয়ার পর পত্রিকাগুলোতে ভীষণ কাভারেজ পেয়েছিলাম। মনে আছে বিচিত্রা, আনন্দ বিচিত্রা ফিচার করেছিল। আনন্দ বিচিত্রার কথা মনে আছে কারণ আমার প্রথম ফটোসেশন করেছিল আনন্দ বিচিত্রার রেকু ভাই। রফিকুর রহমান রেকু। পরীক্ষার কারণে আমাকে উত্তরায় এক খালার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ বাড়িতে অনেক মেহমান আসত। একদিন আম্মা ফোন করে বললেন, শমী, আনন্দ বিচিত্রা থেকে শাহাদত ভাই ফোন করেছেন। তোমার একটা ফটোসেশন করবে আনন্দ বিচিত্রা। একমাত্র শাহাদত ভাই বলেছে বলেই আমি তোমাকে বলছি, না হলে আমি রাজি হতাম না। এই সেশনটা তুমি করো। রেকু ভাই আমার ছবি নিলেন। আমার মা আমার জন্য কানাডা থেকে পেয়াজ রঙের খুব সুন্দর ড্রেস নিয়ে এসেছিলেন। পার্টি ড্রেস ছিল। আমি বসে একেবারে মডেলের মতো ছবি তুললাম। সেই ছবিটাই এলো পত্রিকাতে। সবাই খুব প্রশংসা করল। মনে আছে আনন্দ বিচিত্রায় প্রচ্ছদ হয়েছিল ’৮৯ নতুন মুখ শমী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি