ডেস্ক রিপোর্টঃ
আত্মার প্রশান্তি ও স্থিরতার জন্য কোরআনের আশ্রয় নিয়েছেন বলিউডের রাজপুুরুষ বিগ বি অমিতাভ বচ্চন। তিনি এখন মাঝে মাঝেই কোরআনের অনুবাদ পড়ছেন। কোরআনের অনুবাদ পড়ে ফলও পেয়েছেন বলে তিনি জানিয়েছেন। এ খবর জানিয়েছে ভারতের বেসরকারি টিভি চ্যানেল দ্বীন নিউজ।
দ্বীন নিউজের খবরে বলা হয়, অমিতাভ বচ্চন মাঝে মাঝেই মানসিক দুশ্চিন্তায় ভোগেন। তা থেকে উত্তরণের জন্য কেউ একজন তাকে কোরআন পড়ার পরামর্শ দেয়। বিষয়টির ওপর আমল করার জন্য তিনি কোরআনের অনুবাদ পড়া শুরু করেন। আর এতেই কাঙ্খিত ফল পেয়েছেন বলে অনুভূতি ব্যক্ত করেন। সেই সঙ্গে তিনি বলেন, আত্মার প্রশান্তির জন্য কোরআন পড়া একটি উত্তম পন্থা। আর এ জন্যই এর ওপর আমল করছি।