শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিম ক্লোন করে অর্থ চুরি, গ্রামীণফোনের কর্মীসহ আটক ১১


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৪.২০১৬

sim-400x295
ডেস্ক রিপোর্টঃ

সিম কার্ড ক্লোন করে মোবাইল ব্যাংকিং গ্রাহকদের অর্থ চুরির দায়ে ১১ প্রতারককে আটক করেছে সিআইডি। এদের মধ্যে পাঁচ জন গ্রামীণফোনের কর্মকর্তা।

গ্রামীণফোনের অভিযুক্ত পাঁচ কর্মকতা হলেন, কর্মকর্তারা হলেন সাজিদুল্লাহ দস্তগীর, হাসানুর রহমান, মুরাদ হোসেন, ইমরান ইলিয়াস এবং শ্যামল বাড়ই।

বাকী ছয় অভিযুক্তরা হলেন, জাহিদ হোসেন, দেলোয়ার হোসেন, মাহবুব শেখ, তন্ময় হোসেন, কপিল গাইং,সাদ্দাম হোসেন ওরফে ওসমান।

গত ৩১ জানুয়ারী ফকিরাপুল এলাকাল মোবাইল ব্যাংকিং এর দোকান ব্যবসায়ী রফিকুল ইসলাম মতিঝিল থানায় কাছে অভিযোগ করেন, তার মোবাইল নম্বর ব্যবহার করে হিসাব কে বা কারা দুটি ভুয়া চালানের মাধ্যমে ২৪,৫০০ ও ৫০০০ হাজার টাকা তুলে নিয়েছে।

সাথে সাথেই তিনি বিষয়টি ডাচ-বাংলা ব্যাংক ও বিকাশ কর্তৃপক্ষকেও অবহিত করেন।

রফিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিম ক্লোনিং এর সাথে জড়িত থাকার প্রাথমিক প্রমাণের ভিত্তিতে গ্রামীণফোন কাস্টমার কেয়ারের পাঁচ কর্মকর্তাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

সোমবার সিআইডি হেড কোয়াটারের কার্যলয়ে সিআইডি উপমহাপরিদর্শক শাহ আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

সিআইডি জানায়, গ্রামীণফোনের এই কর্মীরাসহ বেশ কয়েকটি চক্র সিম ক্লোন করে গ্রাহকদের অর্থ চুরির করে আসছিলো।

কর্মকর্তারা বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যারা গ্রাহকদের ঠকিয়ে যাচ্ছে সিআইডি তাদের কোন প্রকার ছাড় দেবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি