বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একই পদার্থের দুই রূপ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৬

maxresdefault6-400x261
ডেস্ক রিপোর্টঃ

ডক্টর জেকিল আর মিস্টার হাইডের গল্প তো আমরা অনেকেই জানি। ওই যে একই মানুষের মধ্যে দ্বৈত সত্ত্বার উপস্থিতি, সবশেষে বেচারার মধ্যে সেই সত্ত্বা দুটোর একসাথে টিকতে না পারার কারণে করুণ পরিণতি। এ গল্পের মত জগতের অধিকাংশ পদার্থই কিন্তু একক সত্ত্বা নিয়েই টিকে থাকতে পারে। একই পদার্থের মধ্যে একই সময়ে দুটো বৈশিষ্ট্য থাকাটা খুবই বিরল ব্যাপার। কিন্তু সম্প্রতি ইউনিভার্সিটি অব উইসকনসিন-মেডিসনের একদল বিজ্ঞানী আর পদার্থবিদ এমন এক পদার্থ আবিষ্কার করেন, যার মধ্যে পুরোপুরি ভিন্ন দুটো বৈশিষ্ট্য একত্রে বিদ্যমান থাকতে সক্ষম। এপ্রিলের ২০ তারিখে নেচার জার্নালে প্রকাশিত এ গবেষণায় যে বস্তুটির উল্লেখ করা হয়, সেটা আসলে এক পোলার ধাতু। পোলার ধাতুর অস্তিত্ত্ব থাকাটা প্রকৃতির নিয়ম অনুসারে সম্ভব না হলেও গবেষকেরা সে নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বানিয়েছেন এমন এক ক্রিস্টাল বা স্ফটিকের মত বস্তু, যেটা কিনা আংশিক ধাতু, আবার আংশিক পোলার। ধাতব যেকোনো বস্তুই যেখানে ইলেকট্রনের অবাধ বিচরণের কারণে ভাল বিদ্যুৎ প্রবাহী পদার্থ হিসেবে কাজ করে, সেখানে পোলার পদার্থের বৈশিষ্ট্য একেবারেই উল্টো, কেননা এ পদার্থ ইলেকট্রনের চলাচলে বাধা সৃষ্টি করে। তাই একে বৈদ্যুতিক রোধক হিসেবে ব্যবহার করা হয়। অবশ্য এমন আশ্চর্য পদার্থ বানানো কিন্তু মোটেই হজ ছিল না গবেষকদের জন্য। অনেকদিন ধরে স্ফটিকের একটা একটা অণুর সংযোজনের মাধ্যমে দাড় করানো গেছে পদার্থটিকে। এর ফলে বিজ্ঞানীরা ভবিষ্যতে বিপরীত আর ভিন্নধর্মী বৈশিষ্ট্যের সহাবস্থানকারী আরও পদার্থ বানানোর আশা করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি