বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইন্টারনেটের অপব্যবহার পরিহার করতে হবে’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৬

samakal-debate-01-120160430105656
ডেস্ক রিপোর্টঃ

বিজ্ঞানের ইতিবাচক দিকগুলো গ্রহণ করে তরুণ প্রজন্মের প্রতি ইন্টারনেটের অপব্যবহার পরিহার করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইখতেখার উদ্দিন।

শুক্রবার বাওয়া স্কুল মিলনায়তনে আয়োজিত বিএফএফ-সমকাল চতুর্থ জাতীয় স্কুল বিজ্ঞান বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, দেশের মোট জনসংখ্যার ৩২ শতাংশ তরুণ-তরুণী। তরুণ প্রজন্মের হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে। তাই বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে এর ইতিবাচক দিকগুলো গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি মোবাইল কিংবা ইন্টারনেটের অপব্যবহার পরিহার করতে হবে।

সমকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি সারোয়ার সুমনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, বাওয়া স্কুলের সহকারি প্রধান শিক্ষিকা রাজিয়া বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমকাল সুহৃদ চট্টগ্রামের সভাপতি রাশেদ হাসান। বক্তব্য রাখেন সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি তাজকিয়াতুন নূর তানিয়া, মাহবুবুর রহমান মাহফুজ, যুগ্ম সম্পাদক আসলাম হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফয়েজ হোসেন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে কলিম সরওয়ার বলেন, ‘সংবাদপত্রে সামাজিক দায়বদ্ধতা সমকাল চট্টগ্রাম অফিস গুরুত্ব দিয়ে পালন করে থাকে। সমকাল বিতর্কের বিষয় হিসেবে বিজ্ঞানকে বেছে নিয়েছে। কারণ পৃথিবীর সঙ্গে থাকতে হলে এগিয়ে যেতে হবে বিজ্ঞানের সঙ্গেই।’

প্রতিযোগিতায় অংশ নেয় বাওয়া স্কুল এন্ড কলেজ, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলভার বেলস কিন্টারগার্ডেন এন্ড গার্লস হাই স্কুল, সরকারি মুসলিম হাই উচ্চ স্কুল, কলেজিয়েট স্কুল, কলকাকলি উচ্চ বিদ্যালয়, খাস্তুগীর বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি