শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টাকা নিয়ে উধাও: ম্যানেজারের বিরুদ্ধে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৬

2016_05_05_12_17_53_7PlYR5JGkAlWtN2LQV33asUOojNPV3_original
ডেস্ক রিপোর্টঃ

সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজার রুপালি ব্যাংকের গ্রাহকদের কয়েক লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া ম্যানেজারের (ব্যবস্থাপক) বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

বুধবার রাতে রুপালি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শেখ কামাল উদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরআগে বুধবার সকালে আমিশাপাড়া বাজারে বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী গ্রাহকরা।

সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) টমাস বড়ুয়া রুপালি ব্যাংকের ম্যানেজার বেলায়েত হোসেন মিলনের বিরুদ্ধে মামলার বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রুপালি ব্যাংক আমিশাপাড়া বাজার শাখার ম্যানেজার (ব্যবস্থাপক) ও সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের বাসিন্দা বেলায়েত হোসেন মিলন এই শাখা থেকে বদলি হয়ে গত ২৪ এপিল নোয়াখালী জোনাল অফিসে  যোগদান করার কথা ছিল। ওই দিনই আমিশাপাড়া শাখায় নতুন ম্যানেজার হিসেবে যোগদান করেন মোশারফ হোসেন।

পরে ২৬ এপ্রিল কয়েকজন গ্রাহক নতুন ম্যানেজারের কাছে এসে তাদের একাউন্টের ব্যালেন্স এলোমেলো বলে অভিযোগ করেন। বিষয়টি তিনি গ্রাহকদের লিখিতভাবে অভিযোগ দিতে বলেন। পরবর্তীতে ব্যাংকের কয়েক লাখ টাকা নিয়ে আগের ম্যানেজার বেলায়েত হোসেন মিলন পালিয়ে গেছে বলে এলাকায় ছড়িয়ে পড়ে।

কয়েকজন গ্রাহক অভিযোগ করে জানায়, বিভিন্ন সময় ম্যানেজার মিলন তাদের চেক বই ও সাক্ষরে সমস্যা আছে বলে তাদের কয়েকজনের কাছ থেকে পুরাতন চেক বইসহ লিখিত আবেদন গ্রহণ করেন। তারা ধারণা করছেন, ওই আবেদন থেকে সাক্ষর জালিয়াতি করে চেকে বসিয়ে তাদের টাকা উত্তোলন করে নেন ম্যানেজার মিলন।

রূপালী ব্যাংক নোয়াখালী জোনাল অফিস সূত্রে জানা যায়, নোয়াখালী জোনাল অফিসের অধীনস্থ রূপালী ব্যাংক লি. আমিশাপাড়া শাখা। এ শাখায় প্রিন্সিপাল অফিসার (সাময়িক বরখাস্তকৃত) মো. বেলায়েত হোসেন মিলন ২১ অক্টোবর ২০১২ থেকে ২৪ এপ্রিল ২০১৬ পর্যন্ত শাখা ব্যবস্থাপক হিসাবে দায়িত্বরত ছিলেন। তিনি সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের মৃত আবদুর রবের ছেলে।

ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংক কর্তৃপক্ষ সম্প্রতি আমিশাপাড়া শাখার ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেনকে নোয়াখালী জোনাল অফিসে বদলি করা হয়। আমিশাপাড়া শাখার ছাড়পত্র অনুযায়ী ২৫ এপ্রিল ২০১৬ তারিখে তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান করার কথা থাকলেও ৪ মে পর্যন্ত তিনি কর্মস্থলে যোগদান করেননি। তার যোগদান না করা এবং ইতোমধ্যে ওই শাখার কয়েকজন গ্রাহকের হিসাবে স্থিতিতে গরমিল পাওয়া গেছে। যা প্রিন্সিপাল অফিসার মো. বেলায়েত হোসেন (সাবেক ব্যবস্থাপক) দায়িত্বরত সময়ে আত্মসাৎ করা হয়েছে। বিষয়টি বর্তমানে ব্যাংক কর্তৃপক্ষ তদন্ত করছে। কী পরিমাণ টাকা কীভাবে আত্মসাৎ করা হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি