বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দাঁত বের করে হাসতে সাহায্য করবে থ্রিডি প্রিন্টার!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৫.২০১৬

20160430_STD001_0-350x197

ডেস্ক রিপোর্টঃ

প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করে দিয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু এবার মানুষের শারীরিক অঙ্গও প্রযুক্তি দিয়েই তৈরী হবে যা মানুষের মুখে হাসি ফোটাবে নিশ্চিত। চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তির অন্যতম অবদান ফ্রিডি প্রিন্টার। একজন মানুষের মুখের সবগুলো দাঁত যদি পরিপাটি হয় তাহলে তার হাসি কতই না সুন্দর হয়, আর এ দাঁত এখন তৈরী হবে থ্রিডি প্রিন্টারে।
দাঁত বসানোর পদ্ধতি যা ‘ইনভেস্টমেন্ট কাস্টিং মেথড’ নামে পরিচিত তা শুরু হয় প্রায় ৫ হাজার বছর আগে। মেটাল দিয়ে কৃত্রিম দাঁত বসানোর পর সিরামিক্স কেসিং বসানো হয় কিন্তু এভাবে নিখুঁতভাবে দাঁত প্রতিস্থাপন করা যায় না। আর এ জায়গাটিই দখল করবে ফ্রিডি প্রিন্টার।
ইতোমধ্যে ব্রিটেনের একটি প্রকৌশলী কোম্পানি ৩টি থ্রিডি প্রিন্টার স্থাপন করেছে যার মাধ্যমে ২শ’র বেশি দাঁতের পাটি প্রিন্ট করেছে। রোগীর দাঁত স্ক্যান করার পরে প্রিন্টারে তা সংযোগ করলে রাসায়নিক গুড়ার মাধ্যমে একেবারে নিখুঁতভাবে সেই দাঁত তৈরী হয়। এভাবে দাঁত প্রিন্ট হতে সময় লাগে ৮ থেকে ১০ ঘন্টা। তবে শুধু দাঁতই নয়, ২০০০ সালের পর থেকেই থ্রিডি প্রিন্টারের বদৌলতে কানের শ্রবণ-অঙ্গ, হিপের হাড় ও অর্থোপেডিক্সের বিভিন্ন অঙ্গও তৈরী হচ্ছে।
বিশ্ব বাজারে ৭০ বিলিয়ন ডলার অর্থমূল্যের বিভিন্ন মেশিন থাকলেও মানুষের শরীরে সংযোজনের জন্য অঙ্গ তৈরীর ক্ষেত্রে প্রক্রিয়াজাতকরণ বাজারটি খুবই সীমিত। তবে আশার কথা হলো এ স্বল্প বাজার বৃহতের দিকে যাচ্ছে, গত বছরের তুলনায় এ বছর স্বাস্থ্যখাতে থ্রিডি প্রিন্টারে কৃত্রিম অঙ্গ তৈরীর হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে ২০১৫ সাল নাগাত থ্রিডি প্রিন্টার বিশ্ব অর্থনৈতিক বাজারে ৫৫০ বিলিয়ন ডলার মূল্যের অবদান রাখবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি