শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মানসম্মত শিক্ষার জন্য স্কাইপি’র মাধ্যমে সোশ্যাল মিডিয়া সংলাপ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৬

comilla dc
ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
ভিডিও কনফারেন্সিং (স্কাইপি) এর মাধ্যমে ই-সেবা কার্যক্রম প্রর্বতনের পর এবার উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্কাইপির মাধ্যমে “সোশ্যাল মিডিয়া সংলাপ” শুরু করেছেন কুমিল্লা জেলা প্রশাসন। যা কুমিল্লায় এই প্রথম অনুষ্ঠিত হল।
বুধবার (১৮ মে) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলার তিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ২ ঘন্টা ব্যাপি এ শিক্ষা বিষয়ক এ সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপে নিজ নিজ উপজেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সপ্তাহের প্রতি বুধবার স্কাইপির মাধ্যমে কমপক্ষে তিনটি উপজেলার শিক্ষার পরিবেশ , সমস্যা ও সমাধান নিয়ে সংলাপ হবে।
সংলাপে ভিডিও কনফারেন্সিং (স্কাইপি) এর মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল তিনটি উপজেলায় শিক্ষার মান নিয়ে আলোচনা করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংলাপের আলোচনার বিষয় ও উদ্দেশ্য ঃ
শিক্ষা বিষয়ক সোশ্যাল মিডিয়া সংলাপে বিভিন্ন উপজেলায় সাম্প্রতিক পরীক্ষার ফলাফল, মিড ডে মিল চালু , মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষা দান, সোলার প্যানেল স্থাপন, শিক্ষার্থী ঝরে পড়া, শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, সামাজিক মূল্যবোধ সৃষ্টি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ ও শিক্ষার্থীদের শিক্ষা দানের পাশাপাশি দেশপ্রেমিক মনোভাব সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়াই এ সংলাপের মূল উদ্দেশ্য।
সংলাপের মাধ্যমে সফলতা ঃ
সোশ্যাল মিডিয়া সংলাপের প্রথম দিনেই সফলতা দেখা গেছে। দাউদকান্দির একটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস স্থাপন ও মিড ডে মিল চালুর ব্যবস্থা করা হয়েছে। নাঙ্গলকোটের একটি শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত মাল্টিমিডিয়া ক্লাস স্থাপন ও উপজেলার সাম্প্রতিক পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ বের করে ভালো ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। চৌদ্দগ্রামের একটি প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য বেঞ্চ প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক প্রথমে দাউদকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলেন। দাউদকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকায় এক ঘন্টার মধ্যে এটি সমাধানের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেন জেলা প্রশাসক। পরে নির্দেশের এক ঘন্টার মধ্যেই ওই প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়। পরে দেলোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর মাধ্যমে এক শিক্ষা প্রতিষ্ঠানে মাসে ৪ বার মিড ডে মিল চালুর ব্যবস্থা করে দেন জেলা প্রশাসক। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ৯’শ শিক্ষার্থীর জন্য টিফিন বক্স উপহার দেওয়ার জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক ওই প্রতিষ্ঠানকে ১০ জোড়া টেবিল বেঞ্চ দেওয়ার ঘোষণা দেন।
এরপর জেলা প্রশাসক কথা বলেন নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসার ও ধাতিশ্বর আহম্মেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ শিক্ষক ও অভিভাবকদের সাথে। এ সময় জেলা প্রশাসক এস.এস.সি পরীক্ষায় নাঙ্গলকোটে ফলাফল বিপর্যয়ে হতাশ ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ফলাফল বিপর্যয়ের মাঝেও ধাতিশ্বর আহম্মেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজের ভালো ফলাফলে তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি উপজেলা নির্বাহী অফিসারকে স্কুলটিতে মাল্টি মিডিয়া ক্লাশ রুম দ্রুত চালু করে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন। জেলা প্রশাসক এই শিক্ষা প্রতিষ্ঠানকে ১০ জোড়া টেবিল বেঞ্চ দেওয়ার ঘোষণা দেন।
সবার শেষে চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের মোস্তফা কামাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসার ও উপজেলা ভাইস-চেয়ারম্যানের সাথে কথা বলেন। এ সময় ওই প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া কনটেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার জন্য নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। পাশাপাশি ইউনিয়ন চেয়ারম্যানকে ওই প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনে সহায়তা করার জন্য বলেন। ইউনিয়ন চেয়ারম্যান তাতে রাজি হয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল বলেন, পথিকৃত কুমিল্লা শিক্ষার ক্ষেত্রে সব সময় এগিয়ে। কুমিল্লায় শিক্ষার আরো মানোন্নয়নে ভিডিও কনফারেন্সিং (স্কাইপি) এর মাধ্যমে সোশ্যাল মিডিয়া সংলাপের যাত্রা শুরু করেছি। এতে করে স্বল্প সময়ে এক জায়গায় বসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান, ফলাফল , মিড ডে মিল ও মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু আছে কিনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা যাবে এবং তাৎক্ষনিক বিভিন্ন সমস্যার সমাধানও করা যাবে। আশা করি এ প্রক্রিয়ায় ভালো সফলতা আসবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি