সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বাংলাদেশে নিহত ২২, শ্রীলঙ্কায় ৬৪


ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বাংলাদেশে নিহত ২২, শ্রীলঙ্কায় ৬৪


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০১৬

ঘূর্ণিঝড়-রোয়ানুর-আঘাত-550x413

স্টাফ রিপোর্টার ঃ

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে চট্টগ্রাম, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার ও পটুয়াখালীতে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া রোয়ানুর আঘাতে শ্রীলঙ্কায় ৬৪ জন নিহত হবার খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে দেশটিতে বাস্তুহারা হয়েছে অন্তত দুই লাখ মানুষ।

ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে চট্টগ্রামের সীতাকু-ুতে পাহাড় ধসে অন্তত ২ ব্যক্তি মারা যায়।

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে সারাদেশে প্রবল বৃষ্টিপাত হয়। একই সঙ্গে প্রবল ঝড়োহাওয়ায় অন্তত সহস্রাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপকূলীয় এলাকা ভোলার তজুমদ্দিন এলাকায় ঘূর্ণিঝড়ে ২ জন ও পটুয়াখালীতে একজন মারা গেছে।

চট্টগ্রামে সীতাকুন্ডে পাহাড়ধসে ২ জন নিহত হয়েছেন। নিহত ২ জন ঘরে ভিতরে থাকা অবস্থায় পাহাড় ধসে পড়লে মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

এছাড়া লালমোহন উপজেলার বাংলাবাজার এলাকার মো. ইউনুস (৫৫) নামের আরও একজন ঝড় আতঙ্কে মারা গেছেন। আরও প্রায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এছাড়া সন্দিপ ও কুতুবদিয়ায় ২ শিশুর মৃত্যু হয়েছে এবং লক্ষ্মীপুরে গাছ চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

ro1-1-550x348

 

এরই মধ্যে ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে খানিকটা এগিয়ে আসার পর দিক পরিবর্তন করে দুপুরের পর তা মিয়ানমারের দিকে সরে যেতে থাকে। দুপুরের মধ্যেই এটি বাংলাদেশের চট্রগ্রাম বরিশাল উপকূল অতিক্রম করে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম উপকূল পার হয়ে ক্রমশ উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে।

চট্টগ্রাম বিমানবন্দর ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। সন্দ্বীপ ও বাঁশখালী উপজেলায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। বেড়িবাঁধ ভেঙে কুতুবদিয়ার চারটি, মহেশখালীর তিনটি, টেকনাফের একটি, পেকুয়ার তিনটি ইউনিয়ন লন্ডভন্ড হয়েছে। কক্সবাজারে বিভিন্ন এলাকার কয়েক হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। বরগুনায় দেড় লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সন্ধ্যা ছয়টার মধ্যে রোয়ানু উপকূল পেরিয়ে যেতে পারে। অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিন আহমেদ বলেন, মেঘনা মোহনা, নোয়াখালী, কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া, সীতাকু- উপকূল হয়ে রোয়ানু উত্তর দিকে চলে যাবে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্রগ্রাম থেকে ৩৯০, কক্সবাজার থেকে ৩৭৫ ও পায়রা সমুদ্রবন্দর থেকে ২৩৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। ঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। আবহাওয়ার বিশেষ বুলেটিনে চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর ‘বিপদ সংকেত’ দেখিয়ে যেতে বলা হয়েছে।

কক্সবাজারকে দেখাতে বলা হয়েছে ৬ নম্বর বিপদ সংকেত সংকেত।

ঝড় মোকাবেলার প্রস্তুতি হিসেবে ঊপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে আগেই। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকা ৪ থেকে ৫ ফুট জলোচ্ছাসে প্লাবিত হবার খবর পাওয়া গেছে।ৎড়১ (২)

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি আরো শক্তিশালী হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে এগিয়ে আসছে। ঝড়ে বাতাসের গতিবেগ ৬২ থেকে ৮৮ কিলোমিটার। এর আগে বলা হয়েছিল ঝড়টি যেভাবে এগিয়ে আসছে, তাতে শনিবার বিকাল বা সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। কিন্তু ঘূর্ণিঝড়ের গতি বৃদ্ধি পেয়ে তা আরো এগিয়ে আসায় এটি এখন দুপুরেই উপকূল অতিক্রম করতে পারে।

চট্টগ্রামের জেলা প্রশাসক মেসবাহউদ্দিন জানান, ঝড় মোকাবেলার প্রস্তুতি হিসাবে উপকূলীয় এলাকাগুলোয় সবাইকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মাইকিং করার পর তারা আশ্রয়কেন্দ্র ও নিরাপদ স্থানে সরে গিয়েছেন। প্রশাসনের কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নিজেরা মাঠে মাঠে ঘুরে সবাইকে সাইক্লোন সেন্টারে যাওয়ার বিষয়াদি তদারকি করছেন। পর্যাপ্ত ত্রাণও মজুদ রয়েছে।

বেসরকারি সংস্থাগুলো এবং স্বেচ্ছাসেবীদেরও এ কাজে সহায়তা করছে। একই ধরণের প্রস্তুতি রয়েছে কক্সবাজার, ফেনী, নোয়াখালী সহ অন্য উপকূলীয় জেলাগুলোতেও।

 

ro1-2-550x366

শুক্রবার বিকাল থেকেই বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ চলাচল বন্ধ করে দিয়েছে নৌচলাচল কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে এর মধ্যেই শ্রীলংকা এবং ভারতের ওড়িশাসহ পূর্ব উপকূলে ঝড়ো বৃষ্টি হচ্ছে।

বাংলাদেশের ভোলার প্রত্যন্ত একটি উপকূলীয় থানা, লালমোহনের একজন বাসিন্দা মোঃ. ইউসুফ বলছেন, শুক্রবার দুপুর থেকেই ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা খাবার দাবার সংগ্রহ করে নিরাপদ আশ্রয়ে যাবার প্রস্তুতি নিয়ে সরে যেতে শুরু করেছে।

সাত নম্বর সংকেতের পরই সাধারণত মহাবিপদ সংকেত জারি করা হয়ে থাকে।

আবহাওয়াবিদ আরিফ হোসেন বলছেন, সাইক্লোনিক ঝড়ের যে গতি থাকে, এটাও সেরকম গতিতেই আসছে। হয়তো এটা মাঝারি ধরণের ঘূর্ণিঝড় হবে। এটির ঝড়ো আকারের বাতাসের গতিবেগ হবে ৬২ থেকে ৮৮ কিলোমিটার। উপকূলে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে।

বাংলাদেশে প্রতিবছর ছোটখাটো মাত্রার ঝড় হলেও, সর্বশেষ বড় আকারের ঘূর্ণিঝড়, সিডরের শিকার হয়েছিল ২০০৭ সালের নভেম্বরে। সেই ঝড়ে প্রাণ হারিয়েছিল দুহাজারের বেশি মানুষ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, এবারো ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে সবরকম প্রস্তুতি তারা নিচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি