শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রিজার্ভের মতো সুইফটের মাধ্যমে সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার চুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৬

 

LnNtmmEdxp4v-550x309

ডেস্ক রিপোর্ট: রিজার্ভের টাকা চুরির পর এবার দেশের রাষ্ট্রায়াত্ত সবচেয়ে বড় সোনালী ব্যাংকের আড়াই লাখ ডলার চুরির ঘটনা প্রকাশ পেয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির আগেই ২০১৩ সালে ব্যাংক সোনালী ব্যাংকেও একই কায়দায় হ্যাকিংয়ের ঘটনা ঘটেছিল। আর সেটাও হয়েছিল বিশ্বব্যাপী আর্থিক মেসেজিং নেটওয়ার্ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফটের পাসওয়ার্ড ব্যবহার করে। পুলিশের তদন্তে ২০১৩ সালে সুইফট কোর্ড ব্যবহার করে এই টাকা লোপাটের ঘটনা বেরিয়ে এসেছে। সে সময়ে সুইফট কর্তৃপক্ষকে এই ঘটনা বাংলাদেশ জানিয়েছিল। তবে তুরস্কে পাচার ওই অর্থ ফেরত আনা সম্ভব হয়নি। সোনালী ব্যাংক কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সেই ঘটনা বাইরের মানুষ না জানলেও ভেতরে ভেতরে তদন্ত চলেছে। তবে গত ৫ ফেব্রুয়ারি ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর পুলিশ এখন বড় পরিসরে তদন্ত করছে যে রিজার্ভ চুরির সাথে সোনালী ব্যাংকের অর্থ চুরির কোনো সংযোগ আছে কিনা।

সোনালী ব্যাংকের বলছে, ২০১৩ সালের হ্যাকিংয়ের ঘটনা সম্পর্কে সুইফট অবহিত ছিল এবং তুরস্কের প্রাপকদের কাছ থেকে টাকা পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। ব্যাংকের একটি সূত্রও রয়টার্সকে এমন তথ্য জানিয়েছে।

সোনালীয় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ২০১৩ সালের ওই হ্যাকের ঘটনা রিজার্ভ চুরির মতো ঠিক একই কায়দায় হয়েছিল। কর্তৃপক্ষ এখন পর্যালোচনা করে দেখছে যে সোনালী ব্যাংক ও রিজার্ভ চুরির সাথে অপরাধীদের কোনো সংযোগ আছে কিনা।

ব্যাংকটির আইটি বিভাগের সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, সোনালী ব্যাংকের কম্পিউটারের কেলগার সফটওয়্যার ইনস্টল করে অন্যান্য সিস্টেমে পাসওয়ার্ড নিয়ে হ্যাকাররা সেটা দিয়ে সুইফটে অর্থ স্থানান্তরের অনুরোধ পাঠায়।

‘এই ঘটনায় অর্থ স্থানান্তর নির্দেশাবলী অনুমোদনে জন্য দায়িত্ব ছিল ব্যাংকের এমন দুই কর্মচারীকে পুলিশ গ্রেফতার করেছিল, কিন্তু পরে কোনো অভিযোগ ছাড়াই তাদের ছেড়ে দেওয়া হয়।’

এ প্রসঙ্গে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত রয়টার্সকে বলেন, ‘হ্যাকাররা এখনো অবাধে ঘুরছে এবং হ্যাক হওয়া কোনো অর্থই উদ্ধার হয়নি। কী ঘটেছিল তার কিছুই আমরা বের করতে পারিনি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি