শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় আ.লীগ ২৬, অন্যান্য ৬, স্থগিত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৫.২০১৬

UP_nirbachan_820160529053007

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লার পাঁচ উপজেলার ৩৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ২৬টি , বিএনপি ২টি , স্বতন্ত্র ৩টি ও জাতীয় পার্টি ১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্থগিত রয়েছে ২টি ইউনিয়নের ফলাফল।

শনিবার (২৮ মে) পঞ্চম দফায় কুমিল্লার পাঁচ উপজেলার ৩৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মেঘনা উপজেলার ৮ ইউনিয়নে ৬টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। স্থগিত রয়েছে গোবিন্দপুর ইউনিয়নের ফল। উপজেলার ভাউর খোলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ফারুক আব্বাসী, লুটেরচর আওয়ামী লীগের সানাউল্লাহ শিকদার, বরকান্দা  ইউনিয়নে আওয়ামী লীগে মাজহারুল ইসলাম, চালিভাঙ্গা ইউনিয়নে লতিফ সরকার, মানিকারচর  ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদ, রাধানগর ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল বাতেন, চন্দনপুর  ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আহসানুল্লাহ মাস্টার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নাঙ্গলকোট উপজেলার ৬ ইউনিয়নে ৬টিতে আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

উপজেলার মক্রবপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মরতুজা মুকুল, বাঙ্গড্ডা ইউনিয়নে আওয়ামী লীগের শাহজাহান মজুমদার, মৌকারায় আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের, ডালুয়ায় আওয়ামী লীগের নাজমুল হাছান ভুইয়া, সাতবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কাজী ইয়াছিন ও বক্সগঞ্জ  ইউনিয়নে আওয়ামী লীগের অহিদুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

হোমনা উপজেলার ৯ ইউনিয়নে ৬টিতে আওয়ামী লীগ ও ২টি বিএনপি প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। মাথাভাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নাজিরুল হক ভুইয়া, ঘাগুটিয়ায় বিএনপি প্রার্থী মফিজুল ইসলাম গনি, দুলালপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জসিম উদ্দিন সওদাগর, চান্দেরচর  ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আবুল বাশার, আসাদপুরে স্বতন্ত্র প্রার্থী  জালাল উদ্দিন পাঠান, নিলখী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী জালাল উদ্দিন, ভাষানিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম, ঘাড়মুড়া ইউনিয়নে বিএনপি প্রার্থী শাহজাহান মোল্লা ও জয়পুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী তাইজুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী।

তিতাস উপজেলার ৯ ইউনিয়নের ৭টিতে আওয়ামী লীগ, ১টিতে জাতীয় পার্টি বিজয়ী হয়েছে। স্থগিত রয়েছে কড়িকান্দি ইউনিয়নের ফল।

সাতানী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক সরকার, জগতপুরে আওয়ামী লীগের মজিবুর রহমান, বলরামপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী  নুরনবী, মজিদপুর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী ফারুক হোসেন সরকার, ভিটিকান্দিতে আওয়ামী লীগ প্রার্থী আবুল মোল্লা, নারান্দিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার সালাউদ্দিন ও কলাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুল্লা বাহার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া জিয়ারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মনির হোসেন সরকার বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় বিজয়ী হন।

এছাড়া বুড়িচং উপজেলার দু’টি ইউনিয়নের মধ্যে ১টিতে আওয়ামী লীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার ভারেল্লা (দক্ষিণ) ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহ কামাল ও ভারেল্লা উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল রহমান রব বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি