শনিবার,২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে চারজন বাংলাদেশী দোষী সাব্যস্ত


জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে চারজন বাংলাদেশী দোষী সাব্যস্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৫.২০১৬

160503100439_singapore_bangladeshi_arrests_640x360_singaporemha_nocredit

ডেস্ক রিপোর্টঃ

জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে আটক ছয়জন বাংলাদেশীর মধ্যে চারজনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত।

এই চারজন আদালতে তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এরপর আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।

তবে এই চারজনের সাজা এখনো ঘোষণা করা হয়নি। সাজা ঘোষণার জন্য ২১ জুন শুনানি হবে।

সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইটস টাইমস এই খবর দিয়েছে। দেশটির সন্ত্রাস বিরোধী আইনে প্রথমবারের মতো কাউকে বিচার করা হচ্ছে।

দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা হলেন মিজানুর রহমান, রুবেল মিয়া, জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর এবং ইসমাইল হাওলাদার।

জঙ্গি কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং সরবরাহের অভিযোগে গত শুক্রবার ছয় বাংলাদেশীর বিরুদ্ধে অভিযোগ আনে সিঙ্গাপুরের পুলিশ। জঙ্গি কাজে জড়িত থাকার অভিযোগে গত দুইমাসে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

দৌলতুজ্জামান এবং লিয়াকত আলী মামুন নামের আটক অপর দুইজন তাদের অপরাধ স্বীকার করেননি। ফলে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে।

আদালতের নথিপত্রের উদ্ধৃতি দিয়ে স্ট্রেইটস টাইমস বলছে, মিজানুর রহমান এই দলটির নেতা এবং মামুন উপনেতা। রুবেল মিয়া দলটির অর্থ, জাবেদ কায়সার দলটির মিডিয়া, দৌলতুজ্জামান এবং সোহেল নিরাপত্তা ও যোদ্ধা কাউন্সিলের দায়িত্বে ছিলেন।

পত্রিকাটি বলছে, এই বাংলাদেশীরা নিজেদের ইসলামিক স্টেট ইন বাংলাদেশ নামে একটি গোপন সংগঠনের সদস্য বলে দাবি করেছেন।

দোষী সাব্যস্ত বাংলাদেশীরা ওয়ার্ক পারমিটে সিঙ্গাপুরে গিয়েছিলেন। এদের মধ্যে মিজানুর রহমান মাঝারি পর্যায়ের দক্ষ কর্মী, বাকিরা আধা দক্ষ শ্রমিক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি