সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পথ শিশুদের নিয়ে জাগো ফাউন্ডেশনের ‘খুশির ইফতার’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৬.২০১৬

13434953_1032185543536132_5056845115135447133_n

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লায় ছিন্নমূল পথশিশুদের নিয়ে “খুশির ইফতার” আয়োজন করেছে জাগো ফাউন্ডেশন। এ ছাড়াও প্রায় অর্ধশতাধিক শিশুকে টুপি ও ছাতা প্রদান করা হয়। বুধবার (১৫ জুন) কুমিল্লা টাউন হল মুক্তিযুদ্ধা কর্ণারে ইফতারের আয়োজন করা হয়েছে।

13418958_1222871231080274_1915763255976036355_n

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ক্রীড়া ব্যক্তিত ও সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, আইটি প্যালেসের সত্ত্বাধিকারী নজরুল আমিন, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, দৈনিক পূর্বাশার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলানিউজ টোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার ইমতিয়াজ আহমেদ জিতু, চ্যানেল টোয়েন্টি ফোরের কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান সোহেল, চ্যানেল নাইন ও আমাদের সময় ডট কমের কুমিল্লা প্রতিনিধি তরিকুল ইসলাম শিবলী।

13445531_1032187323535954_4032807613014245621_n

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরাপার্সন শান্ত, সাপ্তাহিক বির্বতন ও প্রিয় ডট কমের প্রতিনিধি অমিত মজুমদার প্রমুখ।

13427844_1222870444413686_2283365746475831838_n

জানা যায়, ৯ বছর ধরে সংগঠনটি মানসম্মত শিক্ষা ও শিশুদের অধিকার নিয়ে কাজ করছে। জাতিসংঘ অনুমোদিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চার নম্বর গোল হচ্ছে, ‘সবার জন্য মানসম্মত শিক্ষা’। এবারও এই থিমকে সামনে রেখে সবার মাঝে সচেতনতা তৈরি করতে সারাদেশের ৩২টি জেলায় আট হাজার ভলান্টিয়ার সুবিধাবঞ্চিত শিশুদের শৈশবে ফিরিয়ে নেয়ার চেষ্টা করবে। এজন্য তাদের রাস্তা থেকে নিয়ে একটি পার্কে বা মাঠে নিয়ে নানান বিনোদন দেয়া হবে।

13412889_1032189016869118_628411314122158328_n

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে সম্ভাবনাময় একদল তরুণ দ্বারা পরিচালিত জাগো ফাউন্ডেশন বাংলাদেশের দরিদ্র সমপ্রদায়ের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাগো ফাউন্ডেশনের লক্ষ্য হচ্ছে সমাজের অনগ্রসর মানুষের উল্লেখযোগ্য উন্নতি বাস্তবায়ন। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে জাগো ফাউন্ডেশন এইসব মানুষকে এমন একটি হাতিয়ার দিচ্ছে যা দিয়ে তারা নিজেরাই দারিদ্র্যের চক্রকে ভেঙে নিজেদের জীবনমানের উন্নয়ন করতে পারবে। এ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাখশান্দ । কুমিল্লায় বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন মাহফুজুর রহমান, সহ-সভাপতি সাদিয়া জাহান ঐশী, সাধারণ সম্পাদক পদে কাউছার আলম মজুমদার, মানব সম্পদ কর্মকর্তা মাজহারুল ইসলাম আশিক, জন সংযোগ কর্মকর্তা ফয়জুল ইসলাম মুরাদ, কোষাধ্যক্ষ নোমান আব্দুল্লাহ, কমিটির সদস্য কুমিল্লা ইর্ষ্টাণ মেডিকেল কলেজের ফার্মাকোলজির লেকচারার ডাঃ অংকুর দত্ত ও উম্মে নূরজাহান, শায়খা,আদ্রিতা, মাজেদ,ইমন,ফয়সাল,তামিম,মিলি,রবিউল,টিপু,ফাহিম,রবি, বোরহান, বাবু,দিপন,তানজিল প্রমুখ ।

সভাপতি মাহফুজুর রহমান জানান, পবিত্র রমজান মাসে আমরা বাহারী রকমের খাবার দিয়ে ইফতার সম্পূর্ণ করতে সর্বদা ব্যস্ত থাকি, সর্বশ্রেষ্ঠ খাবারটি নিজে সংগ্রহের জন্য অনেক কষ্ট করে থাকি, কিন্তু আমরা কখন কি ভাবি এই পৃথিবীতে একটা অংশ আছে যারা কি না, রকমারী খাবারের পাশে দাড়িয়ে শুধু চেয়ে থাকে, কেনার সাধ্য নেই, হা আমি ওই একটি অংশের কথাই বলছি, হতদরিদ্র, ছিন্নমূল, পথশিশু যারা সর্বদা  রাস্তার পাশে সময় অতিবাহিত করে থাকে, অন্তত একদিন আমরা তাদের সাথে ইফতার করতে পারি না, সর্বদা তো নিজ এবং বন্ধু-বান্ধব,এবং আত্নীয় স্বজন নিয়ে ব্যস্ত থাকি, তাই ভিবিডি-কুমিল্লা জেলার উদ্যোগে, জাগো ফাউন্ডেশনের এক ঝাঁক উদ্যোমী তরুনদের সাথে নিয়ে ” খুশির ইফতার ” নামক একটি ইভেন্ট আয়োজন করলাম। সমাজে ‘পথশিশু’ নামে পরিচিত এসব অবহেলিত বাচ্চাদের জন্য আমরা ভলান্টিয়ার ফর বাংলাদেশ প্রতি রমজান মাসেই চেষ্টা করি কিছু না কিছু করার, তারই ধারাবাহিকতায় এই রমজানে একদিন আমরা এই অবহেলিত বাচ্চাদের সাথে ইফতার এর আয়োজন করছি। একটা দিনের জন্য হলেও আমরা তাদেরকে ‘অবহেলিত’ শব্দটি থেকে বাইরে বের করে আনার চেষ্টা করছি। তারাও পারে আমাদের মত করে আমাদের পাশে বসে এক টেবিলে খেতে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি