সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নে মামলা দিয়ে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের হয়রানির অভিযোগ


মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নে মামলা দিয়ে স্বতন্ত্র প্রার্থী ও সমর্থকদের হয়রানির অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০১৬

51089_274

স্টাফ রিপোর্টারঃ
মুরাদনগরের বাবুটীপাড়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্সিসহ ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

জালভোটের অভিযোগে ভূইয়াবাড়ি ফোরকানিয়া সরকারি মাদ্রাসা ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া নৌকা প্রতিকের এজেন্ট কামাল হোসেন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

গত ৫ তারিখে অভিযোগ দায়ের করা হলেও মামলাটি নথিভুক্ত হয়েছে গত ১৫ জুন।

একাধিক স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের দিন গত ৪ জুন বেলা ১১ টার দিকে বাবুটীপাড়া ইউনিয়নের ভূইয়াবাড়ি ফোরকানিয়া সরকারি মাদ্রাসা ভোট কেন্দ্রে নৌকা প্রতিকের এজেন্ট কামাল হোসেন সহকারি প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে ব্যালট পেপার নিয়ে অবাধে নৌকা প্রতিকে সিল মারতে থাকেন। এ সময় অন্য প্রার্থীর এজেন্টরা এর প্রতিবাদ করে। কেন্দ্রে শুরু হয় বিশৃঙ্খলা। এক পর্যায়ে কেন্দ্রে থাকা নৌকা প্রতিকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্সিকেও মারধরের চেষ্টা করে। পরে ভোট কারচুপির অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্সি ( টেলিফোন) সাড়ে ১১ টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এর আগে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থীও। এর কিছুক্ষণ পরেই ভূইয়াবাড়ি ফোরকানিয়া সরকারি মাদ্রাসা ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নৌকা প্রতিকের এজেন্ট কামাল হোসেনকে কেন্দ্র থেকে বের করে দেন। পরে স্থানীয় জনগণ নৌকা প্রতিকের এজেন্ট কামাল হোসেনকে ধাওয়া করে । জনরোষ থেকে বাচঁতে এজেন্ট কামাল হোসেন পুকুরে ঝাপ দেয়। পরে পুলিশ ও বিজিবি তাকে পুকুরের পানি থেকে তুলে নিরাপদে নিয়ে যান।

এ ঘটনায় কামাল হোসেন বাদি হয়ে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্সিসহ জনকে আসামি করে মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম মুন্সী, পারভেজ, কাউছার, সামছুল হক, মাসুদ হোসেন, নাঈম হোসেন, নাঈম, রুবেল, দ্বীন হোসেন, শাহীন, ইব্রাহীম মাঝি, সোহেল, মোহাম্মদ আলী মিন্টু, মামুন সরকার, কামাল হোসেন, জামিলসহ অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জন।

এর মধ্যে ৬ নং ওয়ার্ডে এক কেন্দ্রের এজেন্টের দায়িত্বে থাকা সোহেল, রুবেল, মোহাম্মদ আলী মিন্টুকেও আসামি করা হয়। যা বির্তকের জন্ম দিয়েছে। অথচ তারা গন্ডগোলের সময় অন্য কেন্দ্রের এজেন্ট ছিল বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, এ মামলাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্য দায়ের করা হয়েছে। যখন ফোরকানিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ভোটগ্রহণ চলছিল , তখনই নৌকা প্রতিকের এজেন্ট কামাল হোসেন জালভোট প্রয়োগ করে কেন্দ্রে গন্ডগোলের সৃষ্টি করে। এক পর্যায়ে জনগণ তাকে ধাওয়া করেছে। অথচ মামলায় আসামি করা হয়েছে নির্দোষ ব্যক্তিদের। এজেন্ট কামাল হোসেনের কারনেই ওই কেন্দ্রের ভোটগ্রহণের সুষ্ঠু পরিবেশ নষ্ট হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এই ইউনিয়নের লাজৈর, আছাদনগর, দড়ানীপাড়া, কালাডুমুর , তেলুয়া, গান্দ্রা, দৈয়ারা , বাবুটিপাড়া প্রত্যেকটি কেন্দ্রেই নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক ভোট কারচুপির ঘটনা ঘটেছে।

বাবুটিপাড়া সরকার বাড়ি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের টিউবওয়েল প্রতীকের এজেন্ট সোহেল জানান, আমি এ কেন্দ্রে না থাকা সত্ত্বেও আমাকে আসামি করা হয়েছে। এটা হয়রানি ছাড়া আর কিছুই নয়।

এ বিষয়ে জানতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মামলা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি