সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় ডাক্তারের ভুল চিকিৎসায় প্রসুতির মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৬

Chandina hospital news pic 4

বিশেষ প্রতিবেদক ঃ
সন্তান প্রসবের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন কুমিল্লার চান্দিনা উপজেলার বাগমারা গ্রামের গৃহবধু সুমী আক্তার (৩৫)। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে ১ ছেলে ও এক মেয়ের জননী সুমী আক্তারের তৃতীয় সন্তান ভূমিষ্ট হওয়ার সাথে সাথে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি।
সুমী আক্তার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের বাগমারা গ্রামের কবির হোসেন এর স্ত্রী।
নিহতের ভাসুর আনোয়ার হোসেন জানান, তৃতীয় সন্তান সম্ভাবা সুমী আক্তার বৃহস্পতিবার দুপুরে প্রসব ব্যথা অনুভব হলে তাকে চান্দিনা উপজেলা সদরের হারুন-ভূইয়া মার্কেটস্থ জননী মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।
বিকাল অনুমান ৩টায় অপারেশ থ্রিয়েটার রুমে ডাক্তার চন্দনা সাহা ও ডাক্তার জয়নাল আবেদীন তার অস্ত্রোপচারের সন্তান ডেলিভারী করান। এসময় ডাক্তারের ভুল অস্ত্রোপচারে সন্তানের মাথায় ছুরির আঘাত গেলে কেটে যায় এবং মুমুর্ষ অবস্থায় সুমী আক্তারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে।
এদিকে হাসপাতালে সিজারে সন্তান ডেলিভারীর সময় প্রস্তুতির মৃত্যুর খবরে হারুন-ভূইয়া মার্কেটের দ্বিতীয় তলার জননী মেডিকেল সেন্টারে উৎসুক জনতার ভীড় জমে। ঝুঁকিপূর্ণ ওই ভবনে মানুষের চাপে হাসপাতালের ছাদের একাংশসহ রেলিং ভেঙ্গে পড়ে। এসময় প্রায় ৮-১০জন দর্শনার্থী আহত হয়। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমেদ নিজামী বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনার পরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি