সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার মেঘনায় সেফটি ট্যাংক থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৬

১০

স্টাফ রিপোর্টার ঃ

নিখোঁজের তিন দিন পর কুমিল্লার মেঘনা উপজেলায় শশুড়বাড়ি সংলগ্ন সেফটি ট্যাংক থেকে মুক্তা আক্তার (২০) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলার কাশারিকান্দি এলাকার সেফটি ট্যাংক থেকে লাশটি উত্তোলন করেন পুলিশ।

নিহত মুক্তা আক্তার (২০) উপজেলার তুলাতুলী ইউনিয়নের কাশারিকান্দি এলাকার মৃত মোসলেহ উদ্দিনের মেয়ে এবং দুবাই প্রবাসী মহসিনের স্ত্রী।
গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, ১ বছর আগে একই উপজেলার হরিপুর গ্রামের মোসলেহ উদ্দিনের মেয়ের সাথে তুলাতলী কাচারীকান্দি গ্রামের প্রবাসী মহসিন মিয়ার(৩০) বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে চলে যাওয়ার পর শাশুড়ি সেলিনা আক্তার ও দেবর ওয়াসিম (২৫) প্রায় মুক্তাকে শারিরীক এবং মানসিক ভাবে নির্যাতন করতেন। মুক্তা নির্যাতনের বিষয়টি তার স্বামী ও মাকে জানান। গত মঙ্গলবার রাতে মুক্তার শাশুড়ি ও দেবর ওয়াসিমের ঝগড়া হয় এসময় তারা তাকে মারধর করে। গতকাল বুধবার মুক্তার দেবর ওয়াসিম মিয়া থানায় অভিযোগ করে যে তার ভাবী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে তাদের বাড়ি থেকে পালিয়ে গেছে। এ খবর মুক্তার বাবার বাড়ির লোকজনকে জানায়। বিষয়টি জানার পর মুক্তার মা আমেনা অন্য সদস্যরা মেয়ের শশুর বাড়িতে আসেন। তারা মুক্তার শশুর বাড়ির লোকজনের ঝগড়া এবং তার মারধর বিষয়টি জানতে পান। পরে বাড়ির আশে-পাশে ডোবা এবং সেফটি টেংকির ডাকনা মাটি দিয়ে লেপা দেখে সন্দেহ হয়। তারা টেংকির খুলে দেখে মুক্তাকে হত্যা করে ময়লা টেংকির ভিতর ফেলে রাখা হয়। বিষয়টি মেঘনা থানা পুলিশ খবর পেয়ে সেফটি টেংকি থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মেঘনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সিকদার জানান, তিন দিন ধরে গৃহবধু মুক্তাকে খোঁেজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় মুক্তার পরিবার থানায় সাধারণ ডায়রি করেন। আমরা বিভিন্ন খোঁজখবর নিয়ে শশুড়বাড়ি সংলগ্ন সেফটি ট্যাংক থেকে মুক্তার লাশটি উদ্ধার করেছি। কিভাবে তার মৃত্যু হয়েছে এখনি তা বলা যাচ্ছে না। এ ঘটনায় কেউ আটক হয়নি। শশুড়বাড়ির লোকজন পলাতক রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি