সোমবার,২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে কারো সাথে আপোষ করবো না -কুমিল্লায় প্রধান বিচারপতি


বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে কারো সাথে আপোষ করবো না -কুমিল্লায় প্রধান বিচারপতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৬

comilla circuit house-1
ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে কারো সাথে আপোষ করবো না। সর্বোপরি শেষ রক্ত বিন্দু থাকতে বিচার বিভাগের স্বাধীনতা ও রুলস অব ল‘র বিষয়ে আমি কারো সাথে কম্প্রোমাইজ করবো না।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে কুমিল্লা আদালতের আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে কিছু সমস্যা রয়েছে। আমাদের এখানেও কিছু সমস্যা রয়েছে। পুরাতন মামলার জট সৃষ্টি হয়েছে। স্মাগলাররা সহজেই খালাস পেয়ে যাচ্ছে, সাক্ষী না আসার কারণে বিচার প্রার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। সাক্ষী হাজির করার বিষয়ে পাবলিক প্রসিকিউটর ও পুলিশকে ভূমিকা রাখতে হবে। দেশকে এগিয়ে নিতে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে। এজন্য বিচারক ও আইনজীবীদের একসাথে কাজ করতে হবে।

1

তিনি কুমিল্লার রাস্তা-ঘাট ও আদালতের দুরাবস্থার বিষয়ে বলেন,১৯৮২ সালে কুমিল্লার যে অবস্থা দেখেছি ২০১৬ সালে একই অবস্থা দেখছি। আমাদের সিলেটের গ্রামের রাস্তা-ঘাট থেকেও কুমিল্লার অবস্থা খারাপ।

পরে বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে কুমিল্লার আদালতের বিচারকদের নিয়ে আয়োজিত জেলা জজশীপ সম্মেলনে যোগদান করেন। এছাড়া সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসকের ইফতার আয়োজনে তিনি উপস্থিত ছিলেন।

DSC_7715

আইনজীবী সমিতির সভায় কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যডভোকেট কাইমুল হক রিংকু, সাবেক সভাপতি অ্যডভোকেট আবদুর রাজ্জাক,সৈয়দ আবদুল্লাহ পিন্টু,আ হ ম তাইফুর আলম, কাজী নাজমুস সাদত,অতিরিক্ত পিপি গোলাম ফারুক, কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো.মফিজুল ইসলাম ও সৈয়দ নুরুর রহমান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি