মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ফোনের ব্যাটারির চার্জ ধরে রাখবেন যেভাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৬

download-2-12পূর্বাশা ডেস্ক:

স্মার্টফোনে যারা বেশি কথা বলেন বা সারাদিনই নেট ব্রিউজিং করেন কিংবা গেম খেলেন তাদের ফোনে একাধিকবার চার্জ দিতে হয়। কখনো কখনো প্রয়োজনের সময় বন্ধও হয়ে যায়। আসুন জেনে নেই সেইনব আপদ অ্যাপসগুলো সম্পর্কে জেনে নেই।
১. স্মার্টফোন দিয়েই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো নানা স্যোশাল মিডিয়ায় যোগাযোগ করা হয়। এসব অ্যাপস যত বেশি ফোনে থাকবে ততই ব্যাটারি দ্রুত শেষ হবে। এর মধ্যে যেগুলো লাগে না তা ডিলিট করতে হবে।
২. যেকোনো অ্যান্টি ভাইরাসের অ্যাপ ব্যাটারির অবস্থা শেষ করে দেয়। ক্রমাগত ফোনকে স্ক্যান করে, ফলে ব্যাটারি খুব দ্রুত শেষ হয়।
৩. কিছু ব্রাউজিং অ্যাপস আছে যা ডাটা ও ব্যাটারির চার্জ নষ্ট করে। তাই হালকা ব্রাউজিং অ্যাপ ব্যবহার করলে ব্যাটারি দীর্ঘায়ু হবে।
৪. কিছু অ্যাপস ব্যাটারি সেভার বলে দাবি করে। আসলে সেগুলো ব্যাটারির বারোটা বাজায়।
৫. সবার মোবাইলেই ফটো এডিটিং অ্যাপস থাকে। এগুলো ব্যাটারি খরচ করে। ফলে খুব প্রয়োজন না হলে এগুলি ডিলিট করতে হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি