বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আরও সুরক্ষিত জি-মেইল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৬

gmail-logo-inbox-400x400

পূর্বাশা ডেস্ক:

আপনার জি-মেইল অ্যাকাউন্ট এখন থেকে আরও সুরক্ষিত। কোনও অপরিচিত ব্যক্তি যদি আপনাকে মেইল করে বা জি-মেইল নিজেই জানিয়ে দেবে। এমনকি মেইলটা খোলা ঠিক হবে কিনা তাও সে ব্যাপারেও সতর্ক করবে। আসুন বিষয়টি জেনে নেওয়া যাক।

১. অপরিচিত মেইল গুগলের সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্কের আওতায় না পড়লে সেটা সেন্ডারের প্রোফাইল ছবির জায়গায় একটি প্রশ্নচিহ্ন  দেখা যাবে।

২. এই চিহ্ন দেখার পরও যদি মেইলটি খুলতে যান, তাহলে একটি সতর্ক বার্তা আসবে।

তবে এ নিয়ে অযথা শঙ্কিত হওয়ার কারণ নেই জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য,  বর্তমানে সাইবার অপরাধ এতটাই বেড়েছে  সেখানে সাবাধানের মার নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি