বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


তথ্যগুলো জানেন কি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৬

images-23

পূর্বাশা এক্সক্লুসিভ:

১ প্রতিদিন মানুষ ২.৯ পাউন্ড পানি বা তরল জাতীয় খাবার গ্রহণ করে।
২ মানুষ প্রতিদিন গড়ে ৩.২৫ পাউন্ড খাদ্য গ্রহণ করে থাকে।
৩ মানুষ প্রতিরাতে ঘুমের মধ্যে ২৫-২৬ বার নড়াচড়া করে।
৪  মানুষের চুল প্রতিদিন ০.০৫ ইঞ্চি পরিমাণে বৃদ্ধি পায়।
৫   মানুষের নখ প্রতিদিন কী হারে বাড়ে জানেন? ০.০০০০৭ ইঞ্চি হারে বৃদ্ধি পায়।
৬  মানুষ দৈনিক গড়ে ২৩ হাজার ৪৫ বার শ্বাস-প্রশ্বাস নেয়।
৭   প্রতিদিন মানুষের রক্ত ১৬ লাখ ৮০ হাজার মাইল প্রবাহিত হয়।
৮   মানুষের হৃদপিণ্ড দৈনিক ১ লাখ ৩ হাজার ৬৮৯ বার স্পন্দিত হয়।
৯  মানুষ শ্বাস-প্রশ্বাসের জন্য প্রতিদিন ৪৩৮ ঘণফুট বাতাস গ্রহণ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি