রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিতু হত্যার ‘মূলহোতা’ মুসাকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতায় গোয়েন্দারা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৬

yিyy

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার প্রধান আসামি জঙ্গি মুসাকে জিজ্ঞাসাবাদ করতে কলকাতায় গেছেন পুলিশের একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম। আজ মঙ্গলবার মুসাকে তারা জিজ্ঞাসবাদের করবেন বলে ভারতের সংবাদ মাধ্যম জিনিউজ জানিয়েছে।

জিনিউজ জানায়, সোমবার কলকাতায় পৌঁছেছেন বাংলাদেশের তিন সদস্যের গোয়েন্দা দল। গত মাসে কলকাতার একটি ট্রেন থেকে মুসা ওরফে মসিউদ্দিনকে গ্রেফতার করে সিআইডি। মুসাকে জিজ্ঞাসাবাদে তার সঙ্গে জেএমবি’র সংশ্লিষ্টতা পায় পশ্চিমবঙ্গ পুলিশ।

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম শাখার একটি সূত্র জানায়, আটককৃত ব্যক্তি জঙ্গি কিনা, তা খতিয়ে দেখতেই তদন্তকারী দল কলকাতায় গেছে।

ডিএমপির একজন সহকারী কমিশনারের নেতৃত্বে দুই সদস্যের একটি দল কলকাতায় গেছে। তবে মুসা নামে যে ব্যক্তি আটক হয়েছে তার বাড়ি চট্টগ্রামে। এই হিসেবে ধারণা করা হচ্ছে, আটককৃত ব্যক্তিই এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার প্রধান আসামি মুসা হতে পারে।

উল্লেখ্য, গত ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে সন্ত্রাসীরা গুলি ও ছুরিকাঘাত করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যা করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি