মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অনলাইনে ভয়াবহ জঙ্গি তৎপরতা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৬

image-32376-1471630281-550x389

পূর্বাশা ডেস্ক:

অনলাইনে উগ্রপন্থা চর্চা ও জঙ্গি তৎপরতা ঠেকানো যাচ্ছে না। জঙ্গি হামলার সঙ্গে সঙ্গে বাড়ছে অনলাইনে নানা ধরনের প্রচারণা। ইন্টারনেটে নানা নামে ওয়েবসাইট-ব্লগ খুলে জঙ্গিবাদের প্রচার চলছে। ফেসবুকে বিভিন্ন পেজ এবং ইউটিউবে ভিন্ন ভিন্ন নামে চ্যানেল খুলেও এ কার্যক্রম চালানো হচ্ছে। জঙ্গিদের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যেসব কনটেন্ট রয়েছে তার বেশিরভাগ সরাসরি জঙ্গি কার্যক্রমকে উসকে দিচ্ছে। এভাবে অনলাইন কার্যক্রমের মাধ্যমে কলেজ, বিশ্ববিদ্যালয়, ও মাদ্রাসার শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে উগ্রপন্থা চর্চা এবং জঙ্গিবাদে ধাবিত করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যানুযায়ী, দেশের ভেতর ও বিদেশ থেকে অনলাইনে জঙ্গিবাদ উসকে দেওয়া হচ্ছে। বেশিরভাগ কার্যক্রম চলছে যুক্তরাজ্যের লন্ডন এবং পাকিস্তান থেকে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, শুধু অভিযান চালিয়ে ও আটক করে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। যেসব ক্ষেত্র থেকে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে সেগুলোও বন্ধ করতে হবে। বিশেষ করে অনলাইন। অনলাইনে জঙ্গি কার্যক্রম বন্ধ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জঙ্গিরা নিত্যনতুন প্রযুক্তি ব্যবহার করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জঙ্গিবাদ বা উগ্রবাদের সমর্থনে যেসব ওয়েবসাইট বা ফেসবুক পেজ খোলা হচ্ছে, তাতে অনেকেই ভিজিট করছে। দিচ্ছে লাইক বা কমেন্ট। এখান থেকে টার্গেট ব্যক্তিকে জঙ্গিরা নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, জঙ্গিদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ইংরেজি, আরবি, উর্দুর পাশাপাশি সম্প্রতি কয়েক বছর ধরে বাংলায়ও বিভিন্ন কনটেন্ট আপলোড করা হচ্ছে। বিশেষ করে অডিও-ভিডিও এবং ধর্মীয় বিভিন্ন অপব্যাখ্যা সংবলিত প্রচারণা। অনলাইনে প্রচারণায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। তারা আনসার আল ইসলাম, তিতুমীর মিডিয়া, আস সাহাব মিডিয়া, দাওয়াহ ইলাল্লাহ ফোরাম, সালাউদ্দিনের ঘোড়াসহ বেশ কয়েকটি মিডিয়ার মাধ্যমে জঙ্গিবাদ উসকে দিচ্ছে। এ ক্ষেত্রে প্রচারণায় কিছুটা পিছিয়ে আছে আরেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। প্রতিটি মিডিয়াতেই ধর্মের নানা অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের দিকে মানুষকে ধাবিত করা হচ্ছে। কয়েক দিন আগে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি পরিচালিত ‘আত-তামকীন’ নামে একটি জঙ্গি ওয়েবসাইটের সঙ্গে সম্পৃক্ত ৬ জনকে আটক করে র‌্যাব। এ ছাড়া বিভিন্ন সময়ে র‌্যাব-পুলিশ অনলাইনে জঙ্গিবাদ কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের অন্তত ১০ জনকে গ্রেপ্তার করে। কিন্তু জঙ্গিদের অনলাইন কার্যক্রম বন্ধ হচ্ছে না। বরং দিনের পর দিন তা যেন ভয়ঙ্করভাবে বাড়ছেই। জঙ্গিদের বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশ্যে টার্গেট ব্যক্তিকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ইতোমধ্যে যাদের হত্যা করা হয়েছে তাদের তালিকাও প্রকাশ করা হয়েছে। কাদের হত্যা করতে হবে সেই তালিকাও দেওয়া হচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত এয়ার কমডোর ইশফাক ইলাহী বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। আপনি সাইট বন্ধ করবেন, ওরা আবার নতুন সাইট চালু করবে। আমাদের আইটি প্রশিক্ষণ আরও বাড়াতে হবে। বিশেষ দল তৈরি করতে হবে, যারা শুধু এটি নিয়েই কাজ করবেন। কাজটি হয়তো ইতোমধ্যে শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের থেকে এক ডিগ্রি এগিয়ে থাকতে হবে।’

তিনি বলেন, ‘এটি স্বীকার করতেই হবে বর্তমানে যারা জঙ্গি কার্যক্রমে যুক্ত তারা যথেষ্ট আইটি প্রশিক্ষিত। এমনকি পশ্চিমা বিশ্বেও তারা বিভিন্ন সাইট হ্যাক করে চলেছে। এটি একটি কঠিন সমস্যা। কাজেই এ বিষয়ে আমাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।’

৪ সপ্তাহ আগে দাওয়াহ ইলাল্লাহ ওয়েবসাইটে একটি ঘোষণা আপলোড করা হয়েছে। তা হলো কেউ যদি আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা অথবা নাস্তিকদের বড় ধরনের নেতা হত্যা করতে পারে তার জন্য জান্নাত পুরস্কারে শতভাগ গ্যারান্টি দেওয়া হয়েছে। ওই ঘোষণায় একটি হাদিসের অপব্যাখ্যাও তুলে ধরা হয়েছে। এভাবে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ওই সাইটে। কিন্তু বাংলাদেশে এই সাইটসহ জঙ্গিদের আরও যেসব সাইট রয়েছে তা বন্ধ করার কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি প্রশাসনের পক্ষ থেকে। তিতুমীর মিডিয়ার সাইটগুলো থেকেও ভয়াবহ আকারে জঙ্গিরা বিভিন্ন ঘোষণা দিয়ে যাচ্ছে। তিতুমীর মিডিয়া ও বাঁশেরকেল্লা ইউটিউব চ্যানেলে জঙ্গিবাদ উসকে দেওয়ার মতো বিভিন্ন অডিও-ভিডিও প্রতিনিয়ত ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে তা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে না। জঙ্গিবাদ তৎপরতায় সবচেয়ে এগিয়ে আছে সালাউদ্দিনের ঘোড়া ফেসবুক পেজ এবং ওয়েবসাইট।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বৃহস্পতিবার বলেন, সালাউদ্দিনের ঘোড়া ফেসবুক পেজ বন্ধ করার জন্য ইতোমধ্যে বিটিআরসি কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছে। তবে গতকাল পর্যন্ত তা বন্ধ হয়নি।

ঢাকা মহানগর পুলিশ সূত্র জানিয়েছে, সাম্প্রদায়িক উসকানি, ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গি তৎপরতার অভিযোগে ইতোমধ্যে সালাউদ্দিনের ঘোড়াসহ ৩০টি ফেসবুক পেজ ও আইডি বন্ধে বিটিআরসিকে চিঠি লেখা হয়েছে। এসব ফেসবুক পেইজের মাধ্যমে ধর্মীয় উগ্রবাদ প্রচার, জঙ্গি কার্যক্রম পরিচালনা, কথিত জিহাদের ডাকসহ রাষ্ট্রবিরোধী নানারকম অপকর্ম করা হচ্ছে।

ইনস্টিটিউট অব ল কনফিক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজের নির্বাহী পরিচালক (আইসিএলডিএস) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বলেন, ‘ইন্টারনেটভিত্তিক জঙ্গি কার্যক্রম বা রেডিক্যালাইজেশন সারা বিশ্বেই চলমান। বিশ্বের বিভিন্ন অ্যাপস বা ইন্টারনেটের সক্ষমতাকে তারা ব্যবহার করছে। আমাদের দেশে সমস্যা হলো একটি সাইট যদি বন্ধ করা হয় সঙ্গে সঙ্গেই নতুন সাইট খুলছে জঙ্গিরা। খোলা-বন্ধ একটা যুদ্ধের মতো। এটা হলো তথ্যপ্রযুক্তির যুদ্ধ। এটিকে দমন করতে হলে চলমান রাখতে হবে। সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে।’

তিনি বলেন, ‘অনেক দেশেই দেখা যায়, তথ্যপ্রযুক্তি সম্পর্কে যাদের খুব ভালো জ্ঞান আছে তারাই এটা নিয়ে কাজ করেন। সারাক্ষণই তারা এটা মনিটর করেন কোথায় এ ধরনের সাইটের জন্ম হচ্ছে। সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে থাকে তারা। এটি আইনশৃঙ্খলা বাহিনীর এক ধরনের কার্যক্রম। আরেকটি পদ্ধতি রয়েছে। যেটিকে হান্টিং পদ্ধতি বলা হয়। বিশ্বের কিছু বেসরকারি সংস্থা নিজেরা সপ্রণোদিত হয়ে শনাক্ত ও বন্ধের কাজটি করে থাকে। আমাদের লড়তে হলে এ দুটি পদ্ধতির একটি বেছে নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী আরেকটা কাজ করতে পারে সেটি হলো, এসব সাইটের অ্যাডমিন হিসেবে যারা কাজ করছেন তাদের আইনের আওতায় আনতে হবে।’

ধর্মীয় নানা অপব্যাখ্যা বা সংপ্তি ব্যাখ্যা দিয়ে কথিত জিহাদের প্রতি আকৃষ্ট করা হচ্ছে এসব পেজে। এগুলো দেখে অনেকেই ভুল করে উগ্রবাদের দিকে ধাবিত হচ্ছে।

সম্প্রতি দেশে জঙ্গি হামলা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ৪ জুলাই পুলিশের পক্ষ থেকে রাষ্ট্র ও জনগণের জন্য হুমকিস্বরূপ সন্ত্রাসবিষয়ক যে কোনো ধরনের সন্দেহজনক ও উসকানিমূলক অনলাইন কর্মকা- দেখলে সেটা পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়। তখন বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো সন্দেহজনক পোস্ট, আইডি, লিংক সাইবার সন্ত্রাস সংক্রান্ত যে কোনো ধরনের হুমকি জানলে তা জানানো যাবে।

ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম বলেছেন, তারা নিয়মিত অনলাইন মনিটরিং করছেন। যেসব ফেসবুক আইডি বা পেজ, ব্লগ, ওয়েবসাইটে ধর্মীয় উসকানিমূলক উগ্র মতবাদ ছড়ানো হচ্ছে সেগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ চলমান রয়েছে।

গত সোমবার রাতে নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির নারী জঙ্গি শাখার উপদেষ্টাসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জব্দ করা ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে জিহাদি কার্যক্রমের ভিডিও ও অডিও বার্তা উদ্ধার করা হয়। বর্তমানে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারা মূলত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিশেষ অ্যাপসের মাধ্যমে জঙ্গিবাদ প্রচারের কাজ করতেন। আইএস নির্দেশিত দুটি অ্যাপস ব্যবহার করত ওই চার নারী জঙ্গি।

র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবির বলেন, গ্রেপ্তারকৃতরা কিছু নাম দিয়েছে। সেগুলো নিয়ে কাজ চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি