বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিটিসেল বন্ধ হচ্ছে মঙ্গলবার রাতে!


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৬

ctcl_232057-550x367পূর্বাশা ডেস্ক:

দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের কার্যক্রম মঙ্গলবার রাত ১২টা ১ মিনিট থেকে বন্ধ হয়ে যাচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য দিয়েছে। এদিকে সিটিসেল কর্তৃপক্ষ সরকারের উচ্চ পর্যায়ে একটি চিঠি দিয়েছে বলে জানা গেছে। চিঠিতে জানানো হয়, সিটিসেলে বিনিয়োগের জন্য একটি মেক্সিকান ও একটি চীনা টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতার চেষ্টা হচ্ছে।

সূত্র জানায়, সিটিসেলের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গত বৃহস্পতিবার চূড়ান্ত হয়। আইন পর্যালোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে ২০০১ সালের টেলিযোগাযোগ আইনে প্রদত্ত ক্ষমতাবলেই ব্যবস্থা নেবে বিটিআরসি। এ ছাড়া টুজি লাইসেন্স ও বেতার তরঙ্গ বরাদ্দ নবায়ন ফিসহ সিটিসেলের কাছে বিটিআরসির প্রায় ৪৭৭ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে। এ অবস্থায় যে কোনো সময় বেতার তরঙ্গ বরাদ্দ বাতিলসহ কার্যক্রম বন্ধ করতে পারে বিটিআরসি। সিটিসেলের গ্রাহকদের বিকল্প খুঁজে নিতে সর্বশেষ গত ১৭ আগস্ট নোটিশ জারি করে সাত দিন সময়সীমা বেঁধে দেয় বিটিআরসি। ওই সাত দিন শেষ হবে ২৩ আগস্ট মঙ্গলবার রাত ১২টায়।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম

গতকাল শনিবারবলেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর আগে নিয়ম অনুযায়ী বিকল্প খুঁজে নিতে সিটিসেলের গ্রাহকদের সাত দিন সময় বেঁধে দেওয়া হয়। নিয়মের বাইরে কিছুই হচ্ছে না। তবে তিনি বন্ধ করার দিন-ক্ষণ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে সিটিসেলের স্থানে টেলিকম খাতে বড় বিনিয়োগের চেষ্টা চলছে। এক্ষেত্রে মেক্সিকোর বড় একটি টেলিকম কোম্পানির বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর আগে সরকারের উচ্চ পর্যায়কে লেখা সিটিসেল কর্তৃপক্ষের একটি চিঠিতেও একটি মেক্সিকো ও একটি চীনা কোম্পানির সঙ্গে বিনিয়োগের জন্য সমঝোতার চেষ্টা চলছে বলে উল্লেখ করা হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, মেক্সিকোতে একটিই বড় টেলিকম কোম্পানি রয়েছে যার নাম টেলমেক্স এবং এই কোম্পানির মেক্সিকোসহ দক্ষিণ আমেরিকার ছয়টি দেশে কার্যক্রম রয়েছে। এর চেয়ারম্যান বিশ্বের অন্যতম প্রধান ধনী ব্যক্তি কার্লোস স্লিম। তবে মেক্সিকোর ওই কোম্পানিটি টেলমেক্স কি-না সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

কেন লাইসেন্স বাতিল হবে না- কারণ দর্শানোর নোটিশ

কেন লাইসেন্স বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সিটিসেলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিটিআরসি। গত বৃহস্পতিবার ওই নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে। জবাব দেওয়ার জন্য এক মাসের সময় দেওয়া হয়েছে। সূত্র জানায়, লাইসেন্স বাতিলে কারণ দর্শানোর সময় এবং সিটিসেলের অপারেশনাল কার্যক্রম বন্ধের বিষয়টি পৃথক। কারণ আইন অনুযায়ী বকেয়া রাজস্ব না পেলে যে কোনো মুহূর্তে বিটিআরসি যে কোনো অপারেটরের কার্যক্রম বন্ধের এখতিয়ার রাখে। কার্যক্রম বন্ধ রেখেই লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলতে পারে। এক্ষেত্রেও তাই হচ্ছে। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে সিটিসিলের সিইও মেহবুব চৌধুরী বলেন, বিটিআরসির কারণ দর্শানোর নোটিশ তারা পেয়েছেন এবং তারা এর জবাব দেবেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি