বুধবার,২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অ্যাপিকটা অ্যাওয়ার্ডে অংশ নেবে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৬

b54181e50a258b001ec5a95dda32bc55-APICTA-Meeting--1-

পূর্বাশা ডেস্ক:

তথ্যপ্রযুক্তি খাতের অস্কার হিসেবে পরিচিত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডে প্রথমবারের মতো অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। পণ্য ও সেবার ১৭টি বিভাগে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেসিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাইওয়ানের রাজধানী তাইপেতে সম্প্রতি অ্যাপিকটার ৫২তম কার্যনির্বাহী কমিটির সভা হয়। সভায় সংগঠনটির সদস্য হিসেবে যোগ দেয় বেসিস। সভায় বেসিসের প্রতিনিধি হিসেবে যোগ দেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি রাসেল টি আহমেদ।
রাসেল টি আহমেদ বলেন, আগামী ২ থেকে ৫ ডিসেম্বর তাইপেতে অ্যাপিকটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হবে। প্রথমবারের মতো বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বেসিসের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে শিগগিরই।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনের এই জোট অ্যাপিকটা। সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তথ্যপ্রযুক্তি খাতের কাঠামো গঠন ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করে থাকে এই সংগঠনটি। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন হিসেবে গত বছর অ্যাপিকটার সদস্যপদ পায় বেসিস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি