শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাবুল আক্তারের পদত্যাগ : এখন অপেক্ষা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৬

babul-akter-2-550x344

পূর্বাশা ডেস্ক:

আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের পদত্যাগপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে বাবুল আক্তারের করা পদত্যাগপত্র প্রত্যাহারের আবেদনও পাঠানো হয়েছে সেখানে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্ত যাবে রাষ্ট্রপতির কার্যালয়ে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটাই কার্যকর হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কয়েক দিন আগে বাবুল আক্তারের পদত্যাগপত্র পায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সেটি সামারি করে গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। গত ৯ আগস্ট বাবুল আক্তার পদত্যাগপত্র প্রত্যাহারের আবেদন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেই আবেদনটিও প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটিই কার্যকর হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনাটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ঘটনার সঙ্গে বাবুল আক্তারের সংশ্লিষ্টতা আছে কি না, তা নিয়ে নানা কথা ওঠে। একপর্যায়ে তাঁকে ‘জিজ্ঞাসাবাদের’ জন্য নিয়ে যাওয়া হয়। কিন্তু গোটা বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়। একপর্যায়ে জানা যায় বাবুল আক্তার পদত্যাগ করেছেন। এ নিয়ে ব্যাপক আলোচনাও শুরু হয়।

গত ৩ আগস্ট বাবুল আক্তার তাঁর কর্মস্থল পুলিশ সদর দপ্তরে যোগ দিতে যান। ৪ আগস্ট যোগদানপত্র জমা দেন পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায়। তবে তাঁর যোগদানপত্র গ্রহণ করা হয়নি। এরপর বেশ কয়েক দিন তিনি পুলিশ সদর দপ্তরে যান।

গত ৫ জুন চট্টগ্রামে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম। এর পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তখন থেকেই তিনি রাজধানীর খিলগাঁও এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। গতকালও শ্বশুরবাড়ি থেকেই তিনি পুলিশ সদর দপ্তরে যান।

বাবুল আক্তারের স্ত্রীকে হত্যার পর গত ২৪ জুন শুক্রবার রাত থেকে পরদিন ২৫ জুন বিকেল পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখা হয়েছিল আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারকে। সেই সময় নানা গুজব ছড়িয়ে পড়ে। তখন থেকেই ধূম্রজালের মধ্যে রয়েছে মিতুর হত্যাকাণ্ডের বিষয়টিও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি