শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ঝুলছে বাবুলের ‘ভাগ্য’


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৬

babul-akter-2-550x344

পূর্বাশা ডেস্ক:

আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারের অব্যাহতিপত্র ও চাকরিতে ফেরার আবেদনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই দুই আবেদনপত্রের মধ্যে কোনটি গ্রহণ করা হবে, তার ওপরই নির্ভর করছে বাবুল আক্তারের ‘ভাগ্য’। কারণ চাকরিতে বহাল না হলে স্ত্রী হত্যায় তার সম্পৃক্ততার প্রশ্ন আবারও জোরেশোরে উঠবে বলে অনেকে মনে করেন। বাবুল আক্তার এ বিষয়ে বরাবরই গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। তবে তার শ্বশুর মোশাররফ হোসেনের ভাষ্য, হত্যায় জড়িত থাকলে চাকরি থেকে সরিয়ে দেওয়া কোনো সমাধান নয়। চাকরিতে ফিরতে চেয়ে গত ৯ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বরাবর আবেদন করেন বাবুল। সেই চিঠিতে তিনি লেখেন, গত ২৪ জুন পরিস্থিতির শিকার হয়ে অনিচ্ছাকৃতভাবে ও বাধ্য হয়ে তাকে চাকরির অব্যাহতিপত্রে স্বাক্ষর করতে হয়।

গত ৫ জুন চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু খুন হওয়ার পর থেকে বাবুল কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তবে গত ৩ আগস্ট থেকে তিনি পুলিশ সদর

দপ্তরে যাতায়াত শুরু করেন। এর আগে ২৪ জুন গভীর রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময়ই স্ত্রী হত্যায় তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাবুলের ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, চাকরি থেকে অব্যাহতি ও যোগদানের অনুমতি চেয়ে করা আবেদন দুটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় রয়েছে। তবে সেগুলোর বিষয়ে দাপ্তরিক প্রক্রিয়া এখনও শুরু হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় বিষয়টি ঝুলে রয়েছে। অব্যাহতিপত্র গ্রহণ করা হলে পরের আবেদন বিবেচনার সুযোগ থাকছে না। তবে সেটি আমলে না নিয়ে পরের, অর্থাৎ যোগ দেওয়ার আবেদন গ্রহণ করা হলে তিনি চাকরিতে পুনর্বহাল হবেন।

সংশ্লিষ্টরা জানান, গত ৩ আগস্ট বাবুল আক্তার পুলিশ সদর দপ্তরে গিয়ে লিখিতভাবে কাজে যোগ দিতে চান। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, তার কাজে যোগ দেওয়ার সুযোগ নেই। এর পর ৪ আগস্ট বাবুল পুলিশ সদর দপ্তরে ডিআইজি (প্রশাসন) বরাবর যোগদানপত্র জমা দেন। ৯ আগস্ট তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একই বিষয়ে আবেদন করেন। এই আবেদনপত্রে বাবুল আক্তার লেখেন, ‘গত ৫ জুন আমার স্ত্রী নির্মমভাবে খুন হন। ওই ঘটনার পর দুটি অবুঝ শিশুসন্তান নিয়ে আমি সীমাহীন অনিশ্চয়তার মধ্যে পড়ে যাই। শোকগ্রস্ত ও অসহায় অবস্থায় যখন জীবনের সবচেয়ে কঠিন সময় অতিবাহিত করছিলাম, সে সময় গত ২৪ জুন পরিস্থিতির শিকার হয়ে অনিচ্ছাকৃতভাবে বাধ্য হয়ে আমাকে চাকরির অব্যাহতিপত্রে স্বাক্ষর করতে হয়। একজন সৎ পুলিশ অফিসার হিসেবে এবং আমার সন্তানদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন এই চাকরি। এমতাবস্থায় উক্ত অব্যাহতিপত্রটি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি, যা আমি স্বেচ্ছায় দাখিল করিনি।’

এদিকে বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ২৪ জুন রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তার জামাতার কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়। জামাতাকে তিনি মেয়ের হত্যাকারী বলেও মনে করেন না। তবে তদন্তে দোষী প্রমাণিত হলে বাবুলকে কারাগারে পাঠানোর পক্ষেও তিনি মত দেন। স্ত্রী হত্যাকাণ্ডের পর থেকে বাবুল দুই সন্তানকে নিয়ে খিলগাঁওয়ের মেরাদিয়ায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি