শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির কূটনৈতিক তৎপরতা, ভারতকে গুরুত্ব দিচ্ছে বেশি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৯.২০১৬

full_1973938465_1433994969-550x309

ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপি এখন কূটনৈতিক তৎপরতাতে জোর দিচ্ছে সবচেয়ে বেশি। আগামী নির্বাচন যাতে অবাধ ও নিরপেক্ষ হয় তার গ্যারান্টি নিশ্চিত করতে দলটির অভ্যন্তরে কৌশলগত বেশ কিছু পদক্ষেপ নিয়ে কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতার পরিধি বাড়ানোর চেষ্টা চলছে।
২০১৪ সালের ওই নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত বর্তমান সরকার নিয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্টের নেতিবাচক মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। এ কারণে বিএনপি প্রভাবশালী এ দেশের সাথে নিয়মিত সম্পর্ক সুচারুভাবে রক্ষা করে চলছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি অবহিত করে হালনাগাদ রাখা হচ্ছে তাদের। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের স্বার্থে নতুন নির্বাচনের পক্ষে রয়েছে বলে দলটির শীর্ষ নেতারা মনে করেন। এ ছাড়াও প্রতিবেশি ভারতের সঙ্গে আস্থার সম্পর্ক জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে। এক্ষেত্রে ভারতের সাথে আওয়ামী লীগের ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপট বিবেচনায় এনে পুরো বিষয়টি ভেবে দেখা হচ্ছে।
প্রতিবেশী এই প্রভাবশালী দেশের কর্তাব্যক্তিদের সাথেও নানা ইস্যুতে গত কয়েক মাসে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠক হয়েছে। ওই সব বৈঠকে বিএনপির উদার গণতান্ত্রিক রাজনীতির বিষয়টি যেমনি উঠে এসেছে, তেমনি প্রতিবেশীর সাথে অংশীদারিত্বমূলক সুসম্পর্কের দিকগুলো গুরুত্ব পেয়েছে। এরই ধারাবাহিকতায় গত মার্চে ভারতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলটি জেগে উঠার চেষ্টা করছে। কিন্তু তাদের সামনে এগোনোর পথ কণ্টকাকীর্ণ। ২০০৭ সালের সেনাসমর্থিত এক-এগারোর সরকারের রোষানল থেকেই মূলত এই বন্ধুর পথের শুরু। এরপর কেটে গেছে ৯টি বছর। সরকারের মামলা-হামলা, জুলুম-নিপীড়নই তাদের নিত্যসঙ্গী। দলটি জেগে উঠতে চাইলেই সামনে এসে হাজির হয় দমন-পীড়ন। তারপরও বৃহত্তম এই রাজনৈতিক দলটির জনপ্রিয়তা বেড়েছে বৈ কমেনি।
গত ১৯ মার্চ অনুষ্ঠিত ষষ্ঠ কাউন্সিলের মধ্য দিয়ে নতুন নেতৃত্বে উদ্দীপ্ত বিএনপি এখন দ্রুত সময়ের মধ্যে একটি জাতীয় নির্বাচন চায়। এ লক্ষ্য পূরণে দলটির অভ্যন্তরে কৌশলগত বেশ কিছু পদক্ষেপ নিয়ে কাজ শুরু হয়েছে। তবে এক্ষেত্রে আন্দোলনের চেয়ে সাংগঠনিক ও কূটনৈতিক তৎপরতাকেই জোর দেয়া হচ্ছে সবচেয়ে বেশি।
চলতি বছরের শেষের দিকে অথবা ২০১৭ সালের শুরুতে সরকার একটি নির্বাচনের দিকে যেতে পারে, এমন তথ্য রয়েছে দলটির হাইকমান্ডের কাছে। যদিও এ নিয়ে দলটি প্রকাশ্যে তেমন একটা উচ্চবাচ্য করছে না। তাদের এখন মূল লক্ষ্যই হচ্ছে পরবর্তী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা। এ জন্য কৌশলগত যেসব পদক্ষেপ নেয়া প্রয়োজন হবে, সবই নেবে তারা। দলটির নেতারা মনে করছেন, পরবর্তী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলেই কেবল তা বিএনপির জন্য ভালো ফল বয়ে আনতে পারে।
নির্বাচনকালীন সরকার কাঠামো কেমন হবে, তা নিয়ে বিএনপি তাই নতুন করে ভাবনা শুরু করেছে। তবে এ ভাবনায় কট্টর কোনো অবস্থান নেই। বিদ্যমান ব্যবস্থায় অর্থাৎ দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে দলটি প্রধানত আলোচনার পক্ষপাতী। সেক্ষেত্রে নির্বাচনকালীন সরকারে তাদের অংশীদারিত্ব নির্ধারণ, প্রধানমন্ত্রীর কার্যপরিধি খর্ব করা এবং নির্বাচন কমিশন ঢেলে সাজানোর দিকেই মূল ফোকাস তাদের। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও বলেছেন, ‘বিএনপি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টি চায়। আর এটা নিশ্চিত করার পথে কোনো বিষয়েই অনমনীয় নয় বিএনপি। প্রয়োজন শুধু আলোচনা-সমঝোতা।’
২০১৪ সালের ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের পর থেকেই বিএনপি নতুন নির্বাচনের দাবিতে মাঠে রয়েছে। ওই নির্বাচনের এক বছর পূর্তির দিন থেকে প্রায় তিন মাস টানা আন্দোলন করেছে তারা। কিন্তু সরকারের ব্যাপক দমন-পীড়ন ও আন্দোলন পরিচালনায় সাংগঠনিক দুর্বলতার কারণে দলটিকে শেষ পর্যন্ত কোনো ফল ছাড়াই ঘরে ফিরতে হয়েছে। দলটির সিনিয়র এক নেতা বলেন, নতুন নির্বাচন বিএনপির এখন মূল লক্ষ্য। সেই লক্ষ্য কিভাবে পূরণ হবে, সেটাই মূল বিষয়। পরপর দু’টি আন্দোলন ব্যর্থ হওয়ায়, দাবি আদায়ের ক্ষেত্রে আন্দোলন কতটা কার্যকর তা খতিয়ে দেখা হচ্ছে।
বর্তমান বৈশ্বিক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ৯০-এর দশকের পুরনো আন্দোলনমুখী মানসিকতায় পরিবর্তন এনে নতুন স্ট্র্যাটেজির দিকে এগোচ্ছে বিএনপি। এক্ষেত্রে সাংগঠনিক ও কূটনৈতিক তৎপরতার পরিধি বাড়ানোর চেষ্টা চলছে।
২০১৪ সালের ওই নির্বাচনের পর থেকে এখনো পর্যন্ত বর্তমান সরকার নিয়ে প্রভাবশালী দেশ মার্কিন যুক্তরাষ্টের নেতিবাচক মনোভাবের কোনো পরিবর্তন হয়নি। এ কারণে বিএনপি প্রভাবশালী এ দেশের সাথে নিয়মিত সম্পর্ক সুচারুভাবে রক্ষা করে চলছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি অবহিত করে হালনাগাদ রাখা হচ্ছে তাদের। মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্রের স্বার্থে নতুন নির্বাচনের পক্ষে রয়েছে বলে দলটির শীর্ষ নেতারা মনে করেন।
দলটিরই সিনিয়র এক নেতা বলেছেন, নতুন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বিএনপির দাবির পক্ষে এগুলো দলিল হিসেবে কাজ করবে। বিএনপি প্রমাণ করতে চাইছে, বিদ্যমান বাস্তবতায় দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
বিএনপি যখন কূটনৈতিক সম্পর্ক জোরদারে নানা পদক্ষেপ নিচ্ছে, ঠিক তখন এ দু’টি ঘটনা রাজনীতিতে নানা প্রশ্নের সৃষ্টি করছে। অনেকে মনে করছেন বিএনপির বৈদেশিক যোগাযোগ বিচ্ছিন্ন করতে চাইছে সরকার। সরকারের ওপর আন্তর্জাতিক মহলের নানামুখী চাপ এখন সরকারের সবচেয়ে মাথাব্যথার কারণ। বাস্তবতা হচ্ছে বিএনপি মাঠে যদি কোনো রাজনৈতিক তৎপরতা না দেখাতে পারে ভবিষ্যতে এমন চাপ আরো বাড়বে। এমনকি দলীয় নেতাকর্মীদের কাছ থেকে খালেদা জিয়াকেও বিচ্ছিন্ন করার সব চেষ্টা সরকার করবে। এমন পরিস্থিতি বিএনপি কিভাবে মোকাবেলা করে তা দেখার বিষয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি