শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কূটনৈতিকদের সাথে গোপন বৈঠকে নির্বাচনে সহযোগিতা চাইলো বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৬

1449233391-1-550x367

ডেস্ক রিপোর্ট:

আগামী নির্বাচন, নির্বাচন কমিশনসহ চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে অনেকটা গোপনীয়তা বজায় রেখে কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। গত বৃহস্পতিবার রাতে গুলশান ২-এর ৩৬ নম্বর রোডের তার নিজ বাসভবনে ১৪ টি দেশের রাষ্ট্রদূত ও চার্জ দ্যা অ্যাফেয়ার্সরা এই বৈঠকে অংশ নেন। গতকাল শনিবার ব্এিনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আমাদের অর্থনীতিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে জানতে ড. মঈন খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা কোন রাজনৈতিক অনুষ্ঠান ছিল না। এই বৈঠকটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত।

বৈঠকের সত্যতা নিশ্চিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এই প্রতিবেদককে বলেন, আসলে বৈঠকটির বিষয়ে আমি তেমন কিছু জানি না। তবে আমারা যেমন বন্ধদের সঙ্গে আড্ডা ও গল্প করি, ঠিক তেমনি মঈন খানও আড্ডা ও গল্প করতে কূটনৈতিকদের তার বাসায় আমন্ত্রণ করেছিলেন। আমার মনে হয়, এটা রাজনীতির কোন বিষয় নয়। সুতরাং এটি বৈঠক নয় নৈশভোজ ছিল।

বিএনপির একটি সূত্র জানায়, কূটনৈতিকদের সঙ্গে বৈঠক হলেই বিএনপির অনেক নেতাই উপস্থিত থাকতেন। কিন্তু এই বৈঠকের বিষয়টি বিএনপির অনেক নেতার অজানা।

মঈনের খানের পারিবারিক সূত্রে থেকে জানা গেছে, বৃহস্পতিবারের ওই বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চিন, ইইউ, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, জাপান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভুটানের রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্সরা উপস্থিত ছিলেন। এছাড়া আমেরিকান সেন্টারের প্রধান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পলিটিক্যাল কাউন্সিলর ও ঢাকাস্থ এনবিআই প্রধানও এতে অংশ গ্রহণ করেছেন। বৈঠকেটিতে ভারত ও আরব বিশ্বের কয়েকটি দেশ অনুপস্থিত ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির চেয়ারপারসনের এক উপদেষ্টা জানান, বৈঠকে মার্কিন নির্বাচন, কাশ্মির নিয়ে ভারত ও পাকিস্তান অস্থিরতা, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন এবং সম্ভাব্য নির্বাচন কমিশন নিয়েও আলোচনা হয়। আর এসকল বিষয়ে কূটনৈতিক স্ব-স্ব অবস্থান থেকে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন মঈন খান। তবে বিষয়টি নিয়ে বিএনপির কোন শীর্ষস্থানীয় নেতাই সরাসরি কথা বলছেন না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি