শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রহ্মপুত্র নদীর পানি বন্ধ করে দিল চীন, বিপদে পড়বে ভারত-বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৬

nodi-550x413

পূর্বাশা ডেস্ক:

তিব্বত থেকে আসা ব্রহ্মপুত্র নদীর পানি বন্ধ করে দিল চীন। জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ তৈরির জন্য ব্রহ্মপুত্রের একটি উপনদীতে বাঁধ তৈরি করে তারা। চীনের এই বাঁধের কারণে ভারত ও বাংলাদেশে জলপ্রবাহের ক্ষেত্রে প্রভাব পড়বে। তবে কতটা প্রভাব পড়বেÑতা এখনও স্পষ্ট নয়।

চীনে ব্রহ্মপুত্র ‘ইয়ারলাঙ জ্যাঙবো’ নামে পরিচিত। তিব্বতের জিগাজে এই নদীর উপনদী জিয়াওবুকু নদীতে তৈরি হচ্ছে চীনের সবচেয়ে ব্যয়বহুল লালহো প্রকল্প। মোট লগ্নির পরিমাণ ৭৪০ মার্কিন ডলার। প্রকল্পের প্রশাসনিক বিভাগের প্রধান ঝ্যাং ইয়ুনবাওকে উদ্ধৃত করে একথা জানিয়েছে চীনের সরকারি সংবাদসংস্থা জিনহুয়া। এই প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে ২০১৪-তে। শেষ হওয়ার কথা ২০১৯-এ।

সূত্র জানায়, তিব্বতের জিগাজে সিকিমের খুব কাছেই। এখান থেকেই অরুণাচল প্রদেশে ঢুকেছে ব্রহ্মপুত্র। এই উপনদীর জল বাঁধ দিয়ে আটকে দেওয়ার প্রভাব ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্রের জলপ্রবাহে কতটা প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়।

প্রকল্পটি ইতোমধ্যেই ভারতের উদ্বেগ বাড়িয়েছে। যদিও চীন জানিয়েছে, প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে ভারতের উদ্বেগের কথা মাথায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ভারত ও চীনের মধ্যে কোনোও জলচুক্তি নেই। তবে দুই দেশের ওপর দিয়ে প্রবাহিত নদীগুলির বিষয়ে ভারত ও চীনের একটা এক্সপার্ট লেভেল মেকানিজম রয়েছে। আন্তসীমান্ত নদীগুলো সম্পর্কে সহযোগিতা বৃদ্ধি করতে ভারত ও চীন ২০১৩-র অক্টোবরে একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি