শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিজ ঘরেই অসহায় খালেদা-তারেক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

247988_1
ডেস্ক রিপোর্ট ঃ

বিএনপির রাজনৈতিক নীতি এবং সাংগঠনিক কৌশল প্রণয়নে দিন দিন নিয়ন্ত্রণ হারাচ্ছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ফলে দেশের অন্যতম প্রধান দলটি চরম বিশৃঙ্খল হয়ে পড়ছে।

বিএনপির এই সঙ্কটের শুরু হয়েছে ২০০৭ সালের জানুয়ারি জরুরি অবস্থা জারির পর থেকে। ওই সময় প্রথমে দেখা যায় দলের মহাসচিব মান্নান ভূঁইয়াসহ একটি ব্ড় অংশ খালেদা জিয়ার প্রতি অনুগত নয়। দলের ভেতরে তারা উপদল তৈরি করে নিজস্ব এজেন্ডা নিয়ে সক্রিয় আছেন।

ওই সময় খালেদা জিয়া তার বিশ্বস্ত কয়েকজনের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীদের সক্রিয় করে পরিস্থিতি সামাল দেন। কিন্তু ২০০৮ সালের সেপ্টেম্বরে খালেদা জিয়ার কারামুক্তির পর দেখা যায় তার অনুগতদের বড় অংশই বাইরের এজেন্ডা বাস্তবায়নে তৎপর।

এদের চাপের কারণে খালেদা জিয়া অপ্রস্তুত অবস্থায় অসম নির্বাচনের অংশগ্রহণ করেন। যার ফলে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের শোচনীয় পরাজয় ঘটে।

নিশ্চিত হারিয়ে দেওয়ার হবে বলে নিজস্ব সূত্রে তথ্য পাওয়ার পরেও খালেদা জিয়া যাদের কারণে ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন পরবর্তীতে তাদের ব্যাপারে কোনও সিদ্ধান্তই নিতে পারেননি তিনি।

তবে ওই পক্ষটি কিছুটা কোনঠাসা হয়ে পড়লে বিএনপিতে সক্রিয় হয়ে ওঠেন কয়েকজন সাবেক মন্ত্রী, আমলা, সাংবাদিক এবং এনজিও কর্মকর্তা। তারা বিএনপির আন্তর্জাতিক নীতি প্রণয়ন থেকে শুরু করে মূলদল এবং অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ পদে পছন্দের ব্যক্তিদের পদায়ন করেন।

এই পক্ষটির প্রভাবে বিএনপি ২০১২ সাল পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি পালন থেকে বিরত থেকে জনবিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে ২০১৩ সালে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট স্মরণকালের মধ্যে তীব্র আন্দোলন গড়ে তুললেও জনসমর্থনের অভাবে দাবি আদায়ে সক্ষম হয়নি।

যার জের ধরে ২০১৪ সালের ৫ জানুয়ারি এক তরফা দশম সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয় ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ নির্বাচনের বিরোধিতা করতে গিয়ে ১৮ দলীয় জোটের কয়েকশ’ নেতাকর্মী নিহত হয়েছেন। কিন্তু দলটির নীতি নির্ধারকরা ২০১৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের সহকারী মহাসচিব ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে ওই নির্বাচন মেনে নেয়ার অঙ্গীকার করেন।

শুধু তাই নয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠানের পর পুরো এক বছর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটকে আন্দোলনের বাইরে রাখা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বেশ কয়েকবার স্বীকার করেছেন আন্দোলন স্থগিত করার ওই সিদ্ধান্ত সঠিক ছিল না। কিন্তু যাদের চাপের কারণে তিনি আন্দোলন থেকে সরে গিয়েছিলেন তাদের ব্যাপারে তিনি কোনও ব্যব্স্থা নিতে সক্ষম হননি।

এদিকে ২০১৫ সালে অপ্রস্তুত অবস্থায় দিকনির্দেশনাহীন অপরিণামদর্শী আন্দোলনে পরাজিত হয়ে রাজনীতির মাঠ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় বিএনপি।

গত বছরের এপ্রিল থেকেই ‘আগে দল পুনর্গঠন এবং পরে আন্দোলন’ এমন নীতির কথা বলে আসছে দলটি। এর মধ্যে চলতি বছরের ২৯ মার্চ বিএনপি ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এই কাউন্সিলে দল পনুগর্ঠনের জন্য খালেদা জিয়া এবং তারেক রহমান কিছু নীতিগত সিদ্ধান্ত নেন। এর মধ্যে রয়েছে বিগত আন্দোলনে মাঠে থাকা নেতৃবৃন্দকে মূল্যায়ন এবং একজন নেতার এক পদ।

কাউন্সিলের সাড়ে চার মাস পর গত আগস্টে বিএনপির ১৭ সদস্যের স্থায়ী কমিটি, ৭৩ সদস্যের উপদেষ্টা কমিটি এবং ৫০২ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এরইমধ্যে অভিযোগ উঠেছে এই কমিটি গঠনে খালেদা জিয়া-তারেক রহমানের নীতি মানা হয়নি।

এমন কথাও শোনা গেছে, লন্ডনে নির্বাসিত তারেক রহমান জরুরি অবস্থা থেকে শুরু করে বিগত আন্দোলনের সময় যেসব নেতাকে দিয়ে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করিয়েছিলেন তার সুপারিশ সত্ত্বেও তাদের অনেকেই কমিটিতে মূল্যায়িত হননি।

পাশাপাশি, বিএনপির কমিটিতে এমন সব ব্যক্তিকে পদায়ন করা হয়েছে যাদের বিভিন্নজনের আন্তর্জাতিক সম্পৃক্ততা দলটির জন্য দীর্ঘ মেয়াদে বিপদ ডেকে আনতে পারে।

জানা গেছে, এক ব্যক্তি ও এক পদকে সামনে রেখে দলটিতে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদকীয় পদ ফাঁকা রাখা হয়েছে। আবার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন নেতাকে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

খালেদা জিয়া ও তারেক রহমানের সিদ্ধান্তে মূল দলে নিয়ে যাওয়া নেতাদের বাদ দিয়েই ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পুনর্গঠন করার কথা রয়েছে।

কিন্তু এরই মধ্যে বিএনপিতে সক্রিয় একটি প্রভাবশালী উপদলের চাপে খালেদা জিয়া-তারেক রহমানের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। উপদলটির অনুগতদের অঙ্গ ও সহযোগী দলের শীর্ষ পদে পদায়ন করতেই এমনটি হচ্ছে। এর ফলে এক ব্যক্তির এক পদ নীতি বহাল থাকছে না।

ছাত্রদলের একজন সাবেক সভাপতি তার দায়িত্ব পালনকালে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। দীর্ঘ সময় নিষ্ক্রিয় থেকে নিরাপদে সরে ছিলেন তিনি। এ কারণে বিএনপির নির্বাহী কমিটির সদস্য পদ দেওয়া হয় তাকে। কিন্তু তাকে স্বেচ্ছাসেবক দলের শীর্ষপদে পদায়ন করে নতুন কমিটি গঠনের চেষ্টা চলছে।

তবে বিএনপিতে খালেদা জিয়া ও তারেক রহমানের সিদ্ধান্ত ভণ্ডুল হয়ে যাওয়ার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হওয়ার পর।

জরুরি অবস্থার পর থেকেই বিএনপির প্রধান সাংগঠনিক শক্তি ছাত্রদলকে নিষ্ক্রিয় করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। যার ফলে কাগজে কলমে বড় বড় তালিকার কমিটি থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, মহানগর, জেলা এবং থানা পর্যায়ে ছাত্রদল কার্যত নিষ্ক্রিয় হয়ে গেছে।

এখন বিএনপি পুনর্গঠনের প্রক্রিয়ায় যখন ছাত্রদলকে সক্রিয় করতে কার্যকর ভূমিকা নেওয়ার কথা, তখন উপদলটি নতুন করে হস্তক্ষেপ করে ছাত্রদলকে নিষ্ক্রিয় করতে মরিয়া হয়ে উঠেছে।

এর অংশ হিসেবেই ছাত্রদলের বর্তমান কমিটির তিন শীর্ষ নেতাকে মূল দলের নির্বাহী কমিটির সদস্য করা সত্ত্বেও তাদের কাউকে কাউকে ছাত্রদলের নেতৃত্বে রেখে দেওয়ার চেষ্টা চলছে।

বড় দলে উপদলের অস্তিত্ত্ব থাকে বলে বিভিন্ন সময়ে বিএনপি নেতারা প্রকৃত অবস্থা আড়াল করতে চাইলেও ভয়াবহ ব্যাপার হলো এই উপদলীয় তৎপরতার সঙ্গে দেশী-বিদেশী নানা চিন্তা-মতাদর্শের সম্পর্ক রয়েছে। যা বাংলাদেশের রাজনীতিতে বিএনপির ইউনিক অব্স্থানকে খর্ব করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি