রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


চান্দিনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

chandina-murder-news-pic

বিশেষ প্রতিবেদক।।
কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবিয়ে স্ত্রী হত্যার অভিযোগে হান্নান সরকার (৪৮) নামে এক পাষন্ড স্বামীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
সোমবার (৩ অক্টোবর) সকালে নিহতের ভাই এরশাদ হোসেন এর লিখিত অভিযোগে দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার পিপুইয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
আটক হান্নান সরকার উপজেলার পিপুইয়া গ্রামের শাহজাহান সরকার এর ছেলে। তিন সন্তানের জননী নিহত কামরুন্নাহার পাশ্ববর্তী বড়ইয়াকৃষ্ণপুর গ্রামের আব্দুল আজিজ প্রধান এর মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ হান্নান সরকার তার স্ত্রী কামরুন্নাহার এর সাথে নানান অযুহাতে ঝগড়া-বিবাদ সৃষ্টি করে চলছে। রোববার রাত ১২টার দিকে কামরুন্নাহান স্বামীর সাথে রাগ করে বাপের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় স্বামী হান্নানও তার পিছু নিয়ে পিপুইয়া গ্রামের একটি পুকুরপাড়ে এসে এলোপাথারী মারধর করে পুকুরে ফেলে দেয়। পরে ওই পুকুরের পানিতে ডুবিয়ে তাকে হত্যা করার পর স্ত্রী পানিতে ডুবে মারা গেছে বলে এলাকার লোকজনকে অবহিত করেন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলাধীন গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) সাফায়েত হোসেন জানান, নিহতের ভাই থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আমরা গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। এদিকে স্ত্রী হত্যার অভিযোগে দুপুরে হান্নান সরকারকে আটক করা হয়েছে। এ ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি