শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অভিযান জোরালো করায় বাংলাদেশের জঙ্গিরা এখন ভারতে আশ্রয় নিচ্ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

images-6
পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের জঙ্গিরা এখন ভারতে আশ্রয় নিচ্ছে। হামলার পরিকল্পনা করছে সেখানে বসেই। অভিযান পরিচালনা করায় তৎপরতা কিছুটা নিয়ন্ত্রণে আসলেও আবারও জঙ্গিরা সক্রিয় হয়ে উঠছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, জঙ্গিবাদ নির্মূল করতে হলে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও জঙ্গি দমনের সঙ্গে সম্পৃক্তদের ৩০-৪০ বছর সময় বিবেচনা করে ও জঙ্গিবাদের প্রসার বিস্তার করেই নির্মূলের পরিকল্পনা করতে হবে। এখন সাময়িকভাবে সমাধান হলেও জঙ্গিদের কর্মকা- পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

সূত্র জানায়, সন্ত্রাসী ও জঙ্গিরা ভারতে হামলার প্রস্তুতি নিচ্ছে এটা যেমন সত্যি এর পাশাপাশি বাংলাদেশ জঙ্গিবাদীদের বেলায় কড়াকড়ি করায় তারা তাদের সীমান্ত অনিরাপদ হওয়ার কারণে ভারতে আশ্রয় নিচ্ছে। এটা অব্যাহত থাকলে বাংলাদেশি জঙ্গিদের জন্য ভারত নিরাপদ আবাস হতে পারে। কারণ তারা ভারতের জঙ্গি ও সন্ত্রাসীদের সঙ্গে মিলেই এসব পরিকল্পনা করছে। বাংলাদেশ থেকে এর আগে নূর হোসেনসহ বেশ কয়েকজন আসামি নিরাপদে পালিয়ে আশ্রয় নিয়েছে। এর আগেও কয়েকজনকে দুই দেশ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে হস্তান্তরও করেছে। শীর্ষ সন্ত্রাসীদের বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী সেখানে পালিয়ে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ কয়েকজনকে ফেরত এনেছে। আরও কয়েকজনকে ফেরত আনার প্রক্রিয়াও চলছে। ভারতে গ্রেফতারকৃত তিন জঙ্গিকে কি করা হবে এই ব্যাপারে এখনো ভারত সিদ্ধান্ত দেয়নি। কারণ তারা তাদের ওখানে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছে। তারা পূজোর আগে রাজ্যে বড় ধরনের হামলার ছক করেছিল। সেটা বানচাল করেছে কলকাতা পুলিশ।

সূত্র জানায়, বাংলাদেশের জঙ্গিরা দেশে নিরাপদে অবস্থান করতে না পারায় ও কর্মকা- পুরোপুরি করতে না পারার কারণে তারা ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। এরমধ্যে তারা নিরাপদ হিসেবে সিঙ্গাপুর, ভারতসহ বিভিন্ন দেশে আশ্রয় নিচ্ছে বলে আগে থেকেই বলছিল গোয়েন্দারা ও আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে সিঙ্গাপুর থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িত থাকা ও অর্থায়নের অভিযোগে ৩০ জনের বেশি বাংলাদেশিকে গ্রেফতার করেছে সিঙ্গাপুর। এরপর তাদের বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে। তাদের কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আর কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও সিঙ্গাপুরের কারাগারে প্রায় আটজন আটক আছে। তাদের বিরুদ্ধেও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। সিঙ্গাপুর থেকে ওই সব ব্যক্তিদের ফেরত আনার পর পর নড়ে চড়ে বসে। এরপর ভারতের তরফ থেকে এর আগেও  অভিযোগ করা হয়েছে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী, জঙ্গিদের কাজ করার জন্য বাংলাদেশ প্রশ্রয় দিচ্ছে ও পৃষ্ঠপোষকতা করছে।

এসটিএফ প্রধান বিশাল গর্গ জানান, ভারতে গ্রেফতার ছয়জনকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেছিল সংস্থা। জেএমবি সদস্য কালাম বাংলাদেশ থেকে আসাম হয়ে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছিল। বাংলাদেশ থেকে তাকে কাছাড়ে সংগঠনের দায়িত্ব নেওয়ার জন্য পাঠানো হয়। বাংলাদেশ থেকে এ দেশে আসা জেএমবি সদস্যদের ভারতে থাকার ব্যবস্থা করে দিত রফিক। রফিকের কাছে বাংলাদেশি ট্রেড লাইসেন্সও পাওয়া গেছে। গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে স্বীকার করে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল তারা। এরমধ্যে  কলকাতা ছিল না। দক্ষিণ বা উত্তর-পূর্ব ভারতের কোনো জায়গায় বড় ধরনের হামলার করতো তারা। বাংলাদেশে জঙ্গি দমনের সঙ্গে সংশ্লিষ্টরা এ ব্যাপারে খতিয়ে দেখছেন। ভারত এর আগে বার বার অভিযোগ করেছে, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। বাংলাদেশ সব সময়ই সেই অভিযোগ অস্বীকার করে আসছে। কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি