শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কানাডীয় ডাল থেকে সরে আসছেন দেশীয় আমদানিকারকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

base_1475600491-base_1466003710-1

পূর্বাশা ডেস্ক:

একসময় দেশে আমদানিকৃত ডালের অধিকাংশই আসত কানাডা থেকে। তবে কয়েক বছর ধরে কানাডার পাশাপাশি অস্ট্রেলিয়া, রাশিয়া ও তুরস্ক থেকে পণ্যটির আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। মূলত নিম্নমানের পাশাপাশি কানাডার ডালের

দাম বেশি হওয়ায় বিকল্প উত্স থেকে আমদানি বাড়ছে।

দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কানাডীয় ডাল আমদানিতে ব্যয় তুলনামূলক বেশি। সেই সঙ্গে গত উৎপাদন মৌসুমে অধিক বৃষ্টিপাতের কারণে পণ্যটির মান খারাপ হয়। এ কারণে বিকল্প উত্স থেকে আমদানি বাড়িয়েছেন দেশীয় ব্যবসায়ীরা। তবে বিষয়টি সাময়িক; আগামী মৌসুমে ডালজাতীয় পণ্যের মান ভালো হলে ব্যবসায়ীরা কানাডা থেকে আমদানি বাড়াবেন।

এ বিষয়ে জানতে চাইলে খাতুনগঞ্জের হক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আজিজুল হক বণিক বার্তাকে বলেন, ‘কানাডীয় ডালের মান ভালো নয়। বাজারে বিশ্বের বিভিন্ন দেশের ডাল তুলনামূলক সস্তায় বিক্রি হওয়ায় ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। এর পরিপ্রেক্ষিতে মূলত অস্ট্রেলিয়ান ডালের ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়ছে। আগে সীমিত পরিসরে এলেও বর্তমানে তুরস্ক ও রাশিয়া থেকেও পণ্যটির পর্যাপ্ত আমদানি হচ্ছে। পাশাপাশি দেশীয় উৎপাদন ধীরে ধীরে বাড়তে থাকায় কানাডা থেকে ডাল আমদানি না করে ঝুঁকি এড়াচ্ছেন ব্যবসায়ীরা।’

পাইকারি বাজারের বিভিন্ন ট্রেডিং ও আড়তদার প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসের ব্যবধানে পাইকারি বাজারে প্রায় সব ধরনের ডালের দামই নিম্নমুখী। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে মটর বা ডাবলির। এক মাসের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমে লেনদেন হচ্ছে ৩৩-৩৬ টাকায়। একই পরিমাণ কমে মটর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০-৪১ টাকায়। এছাড়া প্রতি কেজি দেশী মসুর ডাল ১১৮ থেকে সর্বোচ্চ ১৩৫ টাকা, অস্ট্রেলিয়ান মসুর ৮৬-৯৫ ও কানাডিয়ান মসুর ডাল ৭৬-৮০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি দেশী মুগ ডাল ৬৬ থেকে সর্বোচ্চ ৮০ টাকা ও ছোলা ৮২-৮৪ টাকায় লেনদেন হচ্ছে। আগে কানাডা থেকে প্রচুর পরিমাণ মসুর ও মুগ ডাল আমদানি হলেও বর্তমানে শুধু মসুর আমদানি করছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রামের এক আমদানিকারক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, একসময় কানাডা থেকে দেশে পর্যাপ্ত ডাল আমদানি হতো। বর্তমানে সেই স্থান দখল করছে অস্ট্রেলিয়াসহ অন্য কয়েকটি দেশ। কানাডায় উৎপাদিত ভালো মানের ডাল বিশ্বের অন্যান্য দেশে রফতানি হচ্ছে। তবে অজ্ঞাত কারণে ভালো মানের ডালের সরবরাহ পাচ্ছেন না দেশীয় আমদানিকারকরা। এতে বিকল্প উত্স থেকে এর আমদানি বাড়ছে।

জানতে চাইলে খাতুনগঞ্জের আমদানিকারক ও মেসার্স এ জামান ট্রেডার্সের স্বত্বাধিকারী নূর আলম বলেন, এক বছর আগে কানাডায় উত্তোলন মৌসুমে অতিবৃষ্টির ফলে ডালের মানে নেতিবাচক প্রভাব পড়ে। ফলে আমদানিকারকরা দেশটি থেকে পণ্যটি আমদানি করে ভোগান্তিতে পড়েন। তাছাড়া অপরাপর দেশের তুলনায় কানাডা থেকে ডাল আমদানিতে সময় ও পরিবহন খরচ বেশি। ফলে বিকল্প কয়েকটি দেশ থেকে ডাল আমদানি বাড়ালেও মূল্য সুবিধা থাকলে প্রতিযোগিতামূলক বাজারে অবশ্যই যেকোনো দেশ থেকে আমদানি করবেন ব্যবসায়ীরা।

জানা গেছে, দেশের শীর্ষ ডাল আমদানিকারকদের মধ্যে রয়েছে চট্টগ্রামের বিএসএম গ্রুপ, মীর গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, এ জামান ট্রেডার্স, সালমা ট্রেডিং ও লাকী ট্রেডিং। এছাড়া ঢাকার সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, আমান গ্রুপ ছাড়াও দেশের বেশ কয়েকটি শিল্প গ্রুপ বড় পরিসরে ডাল আমদানি করে। অভ্যন্তরীণ উৎপাদনের পাশাপাশি দেশের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি বছর বাংলাদেশে ডাল আমদানির পরিমাণ বাড়ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি