শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একই গর্ভে মা ও ছেলের জন্ম!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

web1_4294545-2bf5894790744885b5b3491e66d16760-550x350

পূর্বাশা ডেস্ক:

সুইডেনের বার্গসামরায় নিজ বাসভবনের বাইরেই দারুণ এক হাসি দিয়ে ছবিতে পোজ দিলেন এমিলি এরিকসন। সাথে তার মা ম্যারি এবং সন্তান আলবিন। মজার ব্যাপার হলো, মেরির গর্ভে তার মেয়ে এমিলির মতো এমিলির ছেলে আলবিনও বেড়ে উঠেছে।

৩০ বছর বয়সী এমিলিই পৃথিবীর প্রথম নারী; যার কোন গর্ভ না থাকায় সন্তানের ভ্রুণটিকে তার মায়ের গর্ভে স্থাপন করা হয়।

সন্তানের প্রতি মায়ের অনুভূতি ছাড়াও এমিলির রয়েছে একই গর্ভে বেড়ে ওঠার আনন্দও।

‘এটা যেন সায়েন্স ফিকশন!’ স্টকহোমের দক্ষিণে অবস্থিত নিজ বাসায় এমিলি এ্যাসোসিয়েট প্রেসকে এভাবেই তার অনুভূতির কথা জানায়। সে বলে, ‘এটি এমন এক ঘটনা যার বর্ণনা ভবিষ্যতে ইতিহাস বইয়ে পাওয়া যাবে। আর এ ঘটনা আমাকে নিয়েই!’

এমিলির ছেলে আলবিনের বয়স এখন দু’বছরের কাছাকাছি। সে তার জীবনের ব্যাতিক্রম ঘটনাটি শেয়ার করতে রাজি হয়েছিলো, কারণ সে চায় তার পরিবারিক ঘটনাটির মতো অন্য নারীরাও যেন প্রয়োজনে এই পদ্মতি অবলম্বণ করতে পারে।

এমিলির গর্ভ স্থানান্তরের অস্ত্রোপচারটি করেছিলেন সুইডিস ডাক্তার ম্যাটস ব্যানস্ট্রম। তিনি এ পর্যন্ত প্রায় ৫টি গর্ভ ¯’ানান্তর করেছেন। তার বিশ্বাস, এই অস্ত্রোপচারটি একসময় খুব সাধারণ ব্যাপার হয়ে যাবে। তিনি আমেরিকার হার্ভার্ড মেডিক্যাল স্কুল এবং মায়ো ক্লিনিকে এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন যেন, অস্ত্রোপচারের কার্যপ্রণালীটি সংরক্ষিত ও ব্যাবহৃত হয়।

১৫ বছর বয়সে এমিলি অবাক হয়ে খেয়াল করেছিলো যে, অন্য মেয়েদের মতো তার পিরিয়ড হচ্ছে না। পরে ডাক্তারি পরীক্ষা করে দেখা যায়, তার কোন মাতৃগর্ভ নেই। ডাক্তাররা জানায় সে কোনদিন মা হতে পারবেন না। ২০ বছরে পা দেওয়ার পরপরই এমিলি এ নিয়ে পড়াশোনা শুরু করেন এবং গর্ভ স্থানান্তর নিয়ে গবেষণারত ব্র্যানস্ট্রমের দারস্থ হন।

তারপর এক রোববার সন্ধ্যায় স্টকহোমে এমিলি তার মায়ের সঙ্গেও তার পরিকল্পনার কথা জানায়।

ম্যারি বলেন, ‘আমি ভেবেছিলাম এটি এমন কোন প্রক্রিয়া যা ভবিষ্যতে হয়তো কোনদিন সম্ভব হতে পারে।’
৫৩ বছর বয়সী ম্যারি তার মেয়ে এমিলিকে বলেছিলেন, ‘আমি অনেক বয়ষ্ক, আমার গর্ভটি এখন অপ্রয়োজনীয় এবং আর কোন সন্তানও আমি নিতে চাইনা।’ ম্যারি এমিলিকে বলেন, ‘কোন সন্তান পেতে এটাই তোমার একমাত্র পথ। এটা তোমার গ্রহণ করা উচিৎ।’

এমিলি ব্র্যানস্টর্মকে ইমেইল করেন, তার মায়ের সম্মতির কথা জানিয়ে। এরপর এমিলিকে গোথেনবার্গে বেশ কয়েকবার দৌড়াদৌড়ি এবং তার ও তার মায়ের কয়েক ডজন পরীক্ষা শেষে ব্র্যানস্টর্ম গর্ভ স্থানান্তরে রাজি হন।
এমিলি বলেন, আমি জানতাম আমার গর্ভধারণ করার কোন সম্ভাবনাই নেই। তবে, সন্তান নিতে আমার ওই ছোট্ট সুযোগটুকুই ছিলো।’

এমিলির স্বামী ড্যানিয়েল ক্রাইসংও ডাক্তারের সঙ্গে আলোচনা করার পর তার সম্মতি জানান।

ড্যানিয়েল বলেন, ‘আমরা ভাবছিলাম আমাদের সামনে লটারি জেতার মতো বিরল কোন সুযোগ।’

অস্ত্রোপচারের আগের রাতটির কথা স্মরণ করে এমিলি তার মায়ের সম্পর্কে বলেন, ‘আমি তাকে প্রথম সত্যিকারের ভয় পেতে দেখেছিলাম। মূলত কাটা-ছেড়ার ব্যাপারটাই তার মনে ভয় ধরিয়ে দিয়েছিলো।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি