রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছিনতাইয়ের পর চেইন গিলে ফেললো ছিনতাইকারী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

centay-550x381

পূর্বাশা ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় ( ঢাবি) এলাকায় স্বর্ণের চেইন ছিনতাইয়ের পর তা গিলে ফেলেছে এক ছিনতাইকারী। এসময় ওই ছিনতাইকারী ও তার এক সহযোগীকে আটক করে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত মোড়ে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূজার অনুষ্ঠানে যাচ্ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এক ছাত্র। নীলক্ষেত মোড়ে আসলে তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন টান দিয়ে পালানোর চেষ্টা করে দুই ছিনতাইকারী। এসময় উপস্থিত রিকশার চালক ও এফ রহমান হলের ছাত্ররা তাদের আটক করে। এসময় ছিনতাইকারীদের একজন তা মুখে নিয়ে গিলে ফেলে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ও পুলিশ এসে তাদের থানায় নিয়ে যা

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ বলেন, দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে নিউ মার্কেট থানায় দেয়া হয়েছে। শুনেছি ছিনতাইয়ের পর স্বর্ণের চেইনটি নাকি গিলে ফেলেছে ছিনতাইকারী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি