রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » চীনের সাথে বর্তমান সম্পর্ক কাজে লাগাতে সিপিডি’র পরামর্শ


চীনের সাথে বর্তমান সম্পর্ক কাজে লাগাতে সিপিডি’র পরামর্শ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

capture-88
পূর্বাশা ডেস্ক:

বর্তমানে চীন-বাংলাদেশ সম্পর্ককে কাজে লাগিয়ে বেইজিংয়ের সাথে গঠনমূলক আলোচনা করার পরামর্শ দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র নির্বাহী পরিচালক ও অর্থনীতিবিদ প্রফেসর মুস্তাফিজুর রাহমান।

সোমবার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: দুই দেশের অর্থনৈতিক সংযোগ’ শিরোমের একটি গোলটেবিল সিপিডির এই নির্বাহী সম্পাদক বলেন, দুই দেশ এখন সুন্দর বিনিয়োগ ও অংশীদারিত্বের সাক্ষী। এই সম্পর্ককে কাজে লাগতে হবে।

এই অর্থনীতিবিদ আরো বলেন, আগামী ৫ বছরে চীন বাংলাদেশে ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। তাই চীনের সঙ্গে গুরুত্ব সহকারে কৌশলগত আলোচনার মাধ্যমে চুক্তি করতে হবে।

চীনের অর্থনৈতিক সমর্থন পেতে সহজ শর্ত দেওয়ার পরামর্শসহ বিদেশি বিনিয়োগে অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অঞ্চল গড়ার পরামর্শ দেন তিনি। তবে এর জন্য বাংলাদেশে সুশাসন বজায় রাখার প্রতি গুরুত্বারোপ করেন মুস্তাফিজুর রহমান।

গোলটেবিল আলোচনায় স্বাগত বক্তব্য রাখেনডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। এছাড়া দেশের কূটনৈতিক, সাবেক কূটনৈতিক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ১৪ অক্টোবর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তার সফরের মধ্য দিয়ে ৩ দশক পরে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন। এর আগে চীনের প্রেসিডেন্ট লি জিয়ানিয়ান ১৯৮৬ সালের মার্চে বাংলাদেশ সফর করেছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি