রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রিটেনের ছায়া মন্ত্রিসভায় শিক্ষা বিষয়ক দায়িত্বে টিউলিপ


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

base_1476076698-1

পূর্বাশা ডেস্ক:

ব্রিটেনে লেবার পার্টির নেতা জেরমি করবিনের নেতৃত্বে ছায়া মন্ত্রিসভার শিক্ষা বিষয়ক দায়িত্বে যুক্ত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। রোববার (৯ অক্টোবর) লেবার পার্টির ছায়া শিক্ষামন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার এক টুইটার বার্তায় টিউলিপ সিদ্দিক ছাড়াও মোট তিন লেবার এমপিকে ছায়া মন্ত্রিসভার শিক্ষা বিষয়ক দলের নতুন সদস্য হিসেবে ঘোষণা দেন।

গত মে মাসের নির্বাচনে দেশটির হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে জয়ী হয়ে প্রথমবারের মতো হাউস অব কমন্সে প্রবেশ করেন টিউলিপ। এর আগে তিনি ছায়া শিক্ষামন্ত্রী রায়নারের সাথে শিশু অধিকার বিষয়ে কাজ করেছিলেন। টিউলিপ ছাড়াও ছায়া শিক্ষা মন্ত্রণালয়ে আরো কাজ করবেন লেবার দলীয় এমপি গর্ডন মার্সডেন, মাইক কেইন ও ইমা লয়েলবাক।

ঘোষণার পরেই টিউলিপ টুইটার বার্তায় বলেন, ‘ছায়া মন্ত্রিসভার শিক্ষা বিষয়ক দায়িত্বে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমরা ঐক্যবদ্ধভাবে সরকারকে শিক্ষা খাতে দায়বদ্ধ থেকে কাজ করতে উদ্যোগ নেব।’

গত সেপ্টেম্বরে লেবার পার্টির নেতা নির্বাচনে টিউলিপ ওয়েন স্মিথের প্রতি তার সমর্থন দিয়েছিলেন। কিন্তু জেরেমি করবিন ৬২ শতাংশ ভোট পেয়ে লেবার নেতা হিসেবে পুনর্নির্বাচিত হন। তবে এ সময় টিউলিপ দলকে ঐক্যবদ্ধ করতে সব লেবার সদস্যদের বিভেদ ভুলে করবিনকে সমর্থন করা জরুরি বলে মত দিয়েছিলেন।

শিশু অধিকার বিষয়ে কাজের অভিজ্ঞতা এবং করবিনের প্রতি সিদ্ধান্ত পরিবর্তন টিউলিপকে লেবার পার্টির এ সম্মানজনক পদ পেতে সহায়তা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি