রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হচ্ছে না


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

base_1476127166-30

পূর্বাশা ডেস্ক:

বড়পুকুরিয়ার খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়টি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পদ্ধতিতে কয়লা উত্তোলনের কারণে কৃষিজমি ও জীববৈচিত্র্যের ক্ষতির আশঙ্কায় সিদ্ধান্তটি নেয়া হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে স্থগিত করা হয়েছে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সম্ভাব্যতা যাচাইয়ে চলমান ৮০২ কোটি টাকার প্রকল্পটি।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে বড়পুকুরিয়ায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয়ে পরিচালিত এক জরিপের প্রতিবেদন উপস্থাপন করা হয়। মূলত প্রতিবেদনটির ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের আলোচনায় ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়টি উঠে আসে। আলোচনায় বলা হয়, এ এলাকায় খনির ভেতরে একটি পানির প্রবাহ বিদ্যমান থাকায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে তা ভূস্থলে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ফলে উত্তরাঞ্চলের কৃষিপ্রধান এলাকার চাষাবাদসহ জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে এখান থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন যৌক্তিক হবে না।

জ্বালানি মন্ত্রণালয়ের বৈঠকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলনের ফলে কৃষিজমি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া হয়। এজন্য যমুনা নদী থেকে বালি নিয়ে কয়লা উত্তোলনের ফলে ভূগর্ভে সৃষ্ট শূন্যস্থান পূরণ সম্ভব কিনা, সে বিষয়েও একটি সম্ভাব্যতা জরিপ চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে এক মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এসএমএন আওরঙ্গজেব বণিক বার্তাকে বলেন, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সম্ভাব্যতা যাচাই প্রকল্প হাতে নেয়া হয়েছিল একটি সরকারি প্রতিষ্ঠানের জরিপ প্রতিবেদন অনুযায়ী। কিন্তু পরে এ বিষয়ে আরো গবেষণা চালানোর পর সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম স্থগিত করে মন্ত্রণালয়।

জানা গেছে, সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের জন্য কয়লা থেকে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনের পরিকল্পনা করা হয়। এজন্য ১০ বছর পর দেশে জ্বালানি পণ্যটির বার্ষিক চাহিদা দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। বর্তমানে বড়পুকুরিয়া থেকে প্রতি বছর প্রায় এক লাখ টন কয়লা উত্তোলন করা হচ্ছে। কয়লার এ বাড়তি চাহিদা পূরণের জন্যই উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার পরিকল্পনা করেছিল সরকার।

বাড়তি চাহিদা পূরণে বড়পুকুরিয়া কয়লা খনির উত্তরাংশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে সরকারকে পরামর্শ দিয়েছিল ওয়াটার মডেলিং ইনস্টিটিউট (আইডব্লিউএম)। এদিকে জ্বালানি বিভাগের অন্য একটি কমিটি ২০১২ সালে বড়পুকুরিয়ার পাশাপাশি ফুলবাড়ীতেও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সুপারিশ করে। এছাড়া খালাসপির ও দীঘিপাড়ায় ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা উত্তোলন ও জামালগঞ্জে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশনের সুপারিশ করা হয়েছিল। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বড়পুকুরিয়ার উত্তরাংশে পরীক্ষামূলকভাবে তত্ক্ষণাৎ উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করার প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়। এর পর পরই বড়পুকুরিয়ায় এ বিষয়ে জরিপ চালানোর প্রস্তুতি নেয়া হয়।

সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ৮০২ কোটি ৭৩ লাখ ৪০ হাজার টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়। গত বছরের ১ এপ্রিল শুরু হওয়া প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল ২০১৮ সালের ৩১ মার্চ। এর মধ্যে চলতি বছরের ১৭ মে অর্থ মন্ত্রণালয় থেকে প্রকল্পের আর্থিক ছাড়পত্রও দেয়া হয় ।

কিন্তু চলতি বছরের ২৬ এপ্রিল উত্তোলক প্রতিষ্ঠান নিয়োজিত স্বতন্ত্র পর্যায়ের দেশী-বিদেশী পরামর্শকরা বড়পুকুরিয়ার উত্তরাংশে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা পরিবেশ উপযোগী হবে না বলে মতামত দেন। এ বিষয়ে ভূতাত্ত্বিক জরিপ বিভাগও (জিএসবি) একই মতামত দেয়। জিএসবির জরিপ প্রতিবেদনে বলা হয়, উত্তর ও দক্ষিণাংশে ভূগর্ভস্থ পদ্ধতিতে উত্তোলনের জন্য খনি সম্প্রসারণের কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি অবশিষ্টাংশের জন্য উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন কার্যক্রম ভূতাত্ত্বিক ও অর্থনৈতিক— কোনোভাবেই লাভজনক হবে না।

ওই সময়ে জিএসবির জরিপ প্রতিবেদনে বিষয়টি বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হয়।

বিভিন্ন প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে চলতি বছরের ২০ সেপ্টেম্বর সম্ভাব্যতা যাচাই কার্যক্রম আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয় জ্বালানি বিভাগ।

ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টারের (আইআইএফসি) হিসাবে, দেশে বর্তমানে পাঁচটি ক্ষেত্রে মোট ২৭৫ কোটি ৪০ লাখ টন কয়লা মজুদ রয়েছে। এর মধ্যে উত্তোলনযোগ্য কয়লার পরিমাণ ১২৫ কোটি টন।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশে উন্মুক্ত ও ভূগর্ভস্থ দুই পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হয়। বাংলাদেশে কয়লা উত্তোলন করা হয় প্রধানত ভূগর্ভস্থ পদ্ধতিতে। এ দেশের প্রেক্ষাপটে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন নিয়ে দেশে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে। বিশেষ করে ফুলবাড়ীর স্থানীয় এলাকাবাসী এখান থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের ঘোর বিরোধী। অঞ্চলটিতে এখনো মাঝে মধ্যে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিপক্ষে সমাবেশ আয়োজিত হচ্ছে।

জনমত ও পরিবেশগত প্রভাবের দিকটি বিবেচনা না করেই ৮০২ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া ও মাঝপথে তা আবার বাতিল করায় এ বাবদ ব্যয়ের পুরোটাই অপচয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে সংশ্লিষ্টদের দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

এ বিষয়ে তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদ বলেন, কারিগরি কারণেই বড়পুকুরিয়া ও ফুলবাড়ী এলাকায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন সম্ভব নয়। বাংলাদেশের পানির স্তর, আবাদি জমি ও জনবসতি বিবেচনায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তা খুবই জানা কথা। তা সত্ত্বেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থে এ ধরনের প্রকল্প হাতে নিয়েছে। এতে দেশের আর্থিক ক্ষতি হলেও, তারা সুবিধা পেয়েছে। কিন্তু প্রশাসন জাতীয় স্বার্থ ও বৈজ্ঞানিক যুক্তিতে যদি পরিচালিত হতো, তাহলে এ  ধরনের প্রকল্প হাতে নেয়ার কোনো প্রয়োজন হতো না। যত দিন পর্যন্ত জাতীয় স্বার্থ উপেক্ষিত হবে, তত দিন পর্যন্ত এ ধরনের আর্থিক অপচয় হবে। একই সঙ্গে দেশও চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।

অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞ ও কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, জনস্বার্থ ও পরিবেশ-প্রতিবেশের তোয়াক্কা না করে সরকারের এ ধরনের প্রকল্প হাতে নেয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এভাবে আর্থিক অপচয়ের জন্য সংশ্লিষ্টদের জবাবদিহিতার অধীনে আনা উচিত।

এদিকে আর্থিক অপচয়ের বিষয়ে জানতে চাওয়া হলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক কোনো মন্তব্য করতে রাজি হননি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি