রবিবার,১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারাক্রান্ত ভক্তের মন, বিজয়া দশমী আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

0026294_kalerkantho-16-10-11-550x367

পূর্বাশা ডেস্ক:

বিজয়া দশমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের শেষ দিন। প্রতিমাকে বিসর্জন দিয়ে ভক্তের ভারক্রান্ত হৃদয় দেবীর আগামী আগমনের অপেক্ষায় থাকবে। অপেক্ষায় থাকবে দুর্গা দেবীর ফিরে আসার। জগতের সমস্ত অশুভকে বিনাশ করতে দেবীর পূণরায় ফিরে আসার প্রতিক্ষায় থাকবে ভক্তরা। বিদায় জানাবে বিসর্জনের মধ্য দিয়ে।

বিশুদ্ধ পঞ্জিকামতে, জগত ও ভক্তের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোড়ায় চড়ে পৃথিবীতে এসেছেন এবং ঘোড়ায় চড়েই দেবী পৃথিবী থেকে বিদায় নেবেন। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিন শেষে শোভাযাত্রার মধ্য দিয়ে দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীর বিসর্জন দেয়া হবে।

গত ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের ৫ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। পূজা-অর্চনা শেষে এবার বিদায়ের পালা। দুর্গাপূজার এই পাঁচ দিন নারী-পুরুষ, শিশু-কিশোর সব বয়সের ভক্ত নিবিষ্ট মনে প্রার্থনা করে দেবীর আশীর্বাদপুষ্ট হতে। কীর্তন-শ্যামাসংগীতের মধুর সুর বিভিন্ন পূজাম-পে অন্যরকম আবহ সৃষ্টি করে। প্রতিটি ম-পেই পুষ্পাঞ্জলি দেওয়া হয়। বিদায়বেলায়ও চলে ঢাক আর শঙ্খধ্বনি, টানা মন্ত্র পাঠ, উলুধ্বনি, অঞ্জলি, ঢাকের বাজনার সঙ্গে ধুনচি নৃত্য। তারপর বিসর্জন। দবীর বিদায়ক্ষণ।

নানা আয়োজনে এবার সারা দেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২৪টি বেশি। আর রাজধানী ঢাকায় পূজা অনুষ্ঠিত হচ্ছে ২২৯টি ম-পে। পূজা ম-পের দিক থেকে এগিয়ে আছে চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলায় ম-প তৈরি হয়েছে ১ হাজার ৬৮৪টি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি