বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টিকিট ছাড়া স্টেডিয়ামে ঢুকছে দর্শক, পুলিশের হেনস্তার শিকার সাংবাদিক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

250122_1

স্পোর্টস ডেস্ক ঃ

বাংলাদেশ ইংল্যান্ড সিরিজে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু নিরাপত্তা। অথচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে টিকিট ছাড়া স্টেডিয়ামে প্রবেশ করেছেন অসংখ্য দর্শক। আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই ঘটেছে এমন ঘটনা। যেখানে নিষ্ক্রিয় অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

টিকিট নেই, তারপরও গেটে টাকা দিয়ে কোন ভাবে ম্যানেজ। এছাড়াও পুলিশের পরিচয় দিয়ে কত লোক ঢুকেছে সেটির হিসাব করে বলা কঠিন।

অবৈধভাবে স্টেডিয়ামে প্রবেশের নিউজ কাভার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রতিবেদক নিজেই। ঘটনাটি ঘটেছে পুলিশের উপস্থিতিতেই। যেখানে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনী।

এসময় পুলিশও চড়াও হয় জিটিভির ক্যামেরার উপর। অকথ্য ভাষায় গালিগালাজ ও মামলার হুমকি দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিসিবির মিডিয়া কমিটির চেয়্যারম্যান জালাল ইউনূস এবং চিফ সিকিউরিটি অফিসার মেজর ইমামকে। বিষয়টির সুষ্ঠ তদন্তের আশ্বাস দিয়েছেন তারা।

পরে পুলিশের উর্ধ্বতন কর্মকতার পক্ষে অ্যাসিসট্যান্ট এসপি নাজমুল পুরো ঘটনাটির বিবরণ লিখিত ভাবে নিয়েছেন। সূত্র- চ্যানেল আই



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি