শুক্রবার,১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


গণতন্ত্র দুর্বল হলেও বাংলাদেশের অর্থনীতি সবল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৬

1415806071

পূর্বাশা ডেস্ক:

১৯৮৬ সালে চীনের তৎকালীন প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের সময় দুই দেশের সার্বিক পরিস্থিতিই ছিল ভিন্ন। তখন চীনের প্রেসিডেন্ট পকেটে চার হাজার কোটি ডলার ছিল না। তবে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং-এর পকেটে এর অনেক বেশি পরিমাণ টাকা রয়েছে। যার প্রমাণ মিললো ১৪ অক্টোবর জিনপিংয়ের বাংলাদেশ সফরে। এদিন বাংলাদেশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রেলপথ, সেতু ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ ২১টি অবকাঠামো খাতে ঋণ দিতে সম্মত হয়েছে চীন।

গত ৩০ বছরে বাংলাদেশেরও অনেক পরিবর্তন হয়েছে। যদিও বাংলাদেশের ১৬ কোটি জনসংখ্যার বেশিরভাগই গরিব। তবে জিডিপি বৃদ্ধির হার ৭ শতাংশ। যা চীনের চেয়ে বেশি। অন্যান্য সূচকেও প্রতিবেশী দেশ ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে চীন। প্রায় এক কোটি বাংলাদেশি শ্রমিক বিদেশে কাজ করে এবং বৈদেশিক মুদ্রা পাঠায়। যার কারণে বাংলাদেশের রিজার্ভ গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।
বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে সহায়তা করতে প্রস্তুত। জাপান সম্প্রতি ৬৭০ কোটি ডলার ব্যয়ে একটি সমুদ্র বন্দর এবং চারটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দিয়েছে। কয়েকটি পরমাণু চুল্লি স্থাপনের জন্য জুলাইয়ে রাশিয়া এক হাজার ১৪০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে। চলতি বছরের প্রথম দিকে ভারত বাংলাদেশে বিদ্যুৎ রফতানি শুরু করেছে। কয়লাভিত্তিক আরেকটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও ওয়াল্র্ড ব্যাংক ১৫০ কোটি ডলার আর্থিক সহায়তা দিতে রাজি হয়েছে।

তাই বলে এটা ভাবার কোনো কারণ নেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চীনের দিকে নজর দিচ্ছে না। বাংলাদেশের আর্থনীতির জন্য যেখান থেকে যে সাহায্য পাওয়া যায় তার সবই দরকার। রাজধানী ঢাকাতে রিকশা, সিএনজি বা দামি দামি গাড়ির হর্নের যন্ত্রনায় অস্থির হলেও এটা আসলে কৃষি প্রধান দেশ। বাংলাদেশে এক কোটি ৩০ লাখ বাড়ি এখনও বিদ্যুৎবিহীন। বিদ্যুৎ খাতে বিদেশি সাহায্য সত্ত্বেও এখনও বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি বাংলাদেশ। এডিবি সম্প্রতি জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে বর্তমানের চেয়ে তিনগুণ বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এজন্য নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে হবে।

২০০৯ সাল থেকে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের ক্ষমতায় রয়েছে। ২০১৯ সালে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। বিরোধী দলের অবস্থা বড়ই নাজুক। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে বিরোধী দল দুর্বল বলে তাদের জনপ্রিয়তা কম। ২০১৪ সালে অুনষ্ঠিত জাতীয় নির্বাচন বর্জন করে প্রধান বিরোধী দল। ফলে বাংলাদেশের পার্লামেন্ট এক দলীয় পার্লামেন্টে পরিণত হয়েছে। ওই নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। তখন একবার বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের নজরে আসে।

১ জুলাই ঢাকার একটি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় বিদেশিসহ ২০ জন নিহত হওয়ার পর বাংলাদেশ আবার আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে। ১৯৭১ সালে পাকিস্তান কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই সংকট পিছু ছাড়েনি। বাংলাদেশে ভিন্ন মতালম্বীদের শোষন-পীড়ন হয়েছে সব সময়। আওয়ামী লীগ একসময় নিজেও হয়েছে এখন নিজেরাও করছে। এ অভিযোগ বিরোধী দল বিএনপির।

স্বাধীনতা এতো বছর পর এশিয়ান টাইগার বাংলাদেশে স্বৈরতন্ত্র নয় আরও বেশি গণতান্ত্রিক হওয়া উচিত ছিল। এ বিষযে ঢাকার একটি এনজিও’র শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘মানুষ স্বাধীনভাবে নিজের মত প্রকাশ করতে পারছে না। এটা খুব বিপজ্জনক একটি অবস্থা।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি