বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রুশ এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৬

base_1476531652-1

পূর্বাশা  ডেস্ক:

রাশিয়ার কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ কিনছে ভারত। রোববার (১৫ অক্টোবর) ভারতের পর্যটন শহর গোয়ায় ব্রিকস সম্মেলন চলাকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বৈঠকে মিলিত হন। দুই নেতার এ বৈঠকে এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়ে চুক্তি সই হয়েছে।

রাশিয়ার কাছ থেকে বিশ্বের অন্যতম সেরা এয়ার ডিফেন্স সিস্টেম এস-৪০০ ট্রায়াম্ফ কেনার বিষয়ে ভারতের কথা চলছিলো অনেক দিন থেকেই। তবে প্রথমে ভারতকে এ এয়ার ডিফেন্স সিস্টেম দিতে রাজি ছিল না রাশিয়া। পরে নিজেদের এ সিদ্ধান্ত থেকে সরে আসে রুশ প্রশাসন। এজন্য ভারতকে গুনতে হচ্ছে প্রায় ৩৯ হাজার কোটি রুপি।

যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্রের আঘাত রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে এ এয়ার ডিফেন্স সিস্টেমের। এর আওতায় ছয়শ কিলোমিটারের মধ্যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্রের অস্তিত্ব পাওয়ার সাথে সাথে বিমানের চেয়েও বেশি গতিতে গিয়ে সেটিকে ধ্বংস করার সক্ষমতা রয়েছে এ এয়ার ডিফেন্স সিস্টেমের। সিরিয়ায় এ সিস্টেম মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়ার সাথে নতুন এ চুক্তির মধ্য দিয়ে ভারতীয় আকাশসীমা আরও দুর্ভেদ্য হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি