মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লাকসামে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর চুল কেটে দিলো মাদকাসক্ত স্বামী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৬

pic-1স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপি’র মোহাম্মদপুর গ্রামের সজীব নামে এক মাদকাসক্ত স্বামী যৌতুকের টাকা না পেয়ে বহিরাগত লোকজন ভাড়া করে ও পরিবারের অপরাপর লোকজন মিলে স্ত্রী মুন্নি আক্তার (এক সন্তানের জননী) ২২ কে শারীরিক ভাবে নির্যাতন, শ্লীলতাহানীসহ মাথার চুল কেটে বাড়ী থেকে বের করে দেয়। নির্যাতিতা মুন্নির আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে তাকে মূর্মর্ষ অবস্থায় উদ্ধার করে লাকসাম সদর হাসপাতালে ভর্তি করে। যার নাম্বার ৩০০০(৭)-১৬।
জানা যায়, বিগত ৫ বছর পূর্বে লাকসাম উপজেলার মোহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের পুত্র সজীব মিয়ার সাথে লক্ষীপুর জেলা সদরের মমিন উল্যাহ’র কন্যা মুন্নি বেগমের সামাজিক রীতিনীতিতে বিবাহ হয়। ব্যবসার কাজে সহায়তার জন্য হাওলাত  হিসাবে নগদ ১ লাখ টাকা, স্বর্নালংকার ও অন্যান্য সরঞ্জাম দেয়া হয়েছিল। বিয়ের ২ বছরের মাথায় মাহিদ নামে এক পুত্র সন্তান আসে তাদের ঘরে। বর্তমানে তার বয়স ৩ বছর।
এ দিকে বিয়ের পর থেকে স্বামীর বাড়ীর লোকজনের আরো টাকা এনে দিতে বার বার তাগাদা দিলেও অসহায় গৃহবধু মুন্নি তাদের কথায় সাড়া না দেয়ায় শুরু হয় তার উপর নানাহ নির্যাতন। সর্বশেষ গত ২রা অক্টোবর ২০১৬ মাদকাসক্ত স্বামী সজীব মিয়া বহিরাগত লোকজন নিয়ে গৃহবধু মুন্নির ঘরে ঢুকে আবারও টাকার জন্য চাপ দিতে থাকে। স্ত্রী মুন্নি তাদের কথায় অপরাগত প্রকাশ করলে তাৎক্ষনিক শুরু হয় এলোপাথাড়ি শারিরীক নির্যাতন। এসময় স্বামী সজীবসহ অন্যান্য বখাটে লোকজন গৃহবধু মুন্নিকে চুলেরমুঠি ধরে টেনেহেচড়ে মারতে মারতে ঘরের বাহিরে নিয়ে বেদম মারধর, বিভিন্ন অঙ্গে যৌননিপীড়ন চালায় এবং ফরহাদ, ছয়েদুল ও দেলোয়ারের নেতৃত্বে তার মাথার চুল কেটে বাড়ী থেকে বের করে দেয়।
এ ব্যাপারে গত ৫ অক্টোবর ১৬ নির্যাতিতা গৃহবধু মুন্নি বেগম নিজেই বাদী হয়ে সজীব মিয়া, জাকির হোসেন, ফরহাদ, ছায়েদুল, শাহীন ও সোহাগ এজাহারনামীয় ৬ জনকে এবং আরও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১০/১১ (গ)/ ৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নাম্বার সি.পি ৮১২/১৬ তাং- ৪/১০/১৬ইং।
এ ব্যাপারে নির্যাতিতা গৃহবধু জানায়, মাদকাসক্ত স্বামীসহ পরিবারের লোকজনের কাছ থেকে দাম্পত্যজীবনের ৫/৬ বছর কোন সুখ শান্তি পায়নি। বিচার পাওয়া তো দূরের কথা প্রতিনিয়ত আতংকের মধ্যে শিশু সন্তান নিয়ে থাকতে হয়েছে।
এ বিষয়ে মাদকাসক্ত সজীব মিয়ার পিতা জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনার দিন আমরা স্বামী স্ত্রী বাড়ী ছিলাম না। চট্টগ্রামে বেড়াতে গিয়েছি। ঘটনার সম্পর্কে সত্য মিথ্যা একমাত্র আল্লাহ জানেন। শুনেছি বউ মামলা করেছে। পুলিশ মামলা তদন্ত করছেন। আমরা গরীব মানুষ আইনের বাহিরে কথা বলা সম্ভব নয়। তবে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে আসল রহস্য বের হয়ে আসবে।
মামলা তদন্ত কর্মকর্তা এস আই সামছুদ্দিন জানায়, ঘটনাটি বড়ই দঃখজনক। মামলার তদন্ত কাজ চলছে। মামলার স্বার্থে এ মূহূর্তে বেশি কিছু বলা যাবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি