শনিবার,১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ব্রাহ্মনপাড়ার সাহেবাবাদ বাজারে অগ্নিকান্ডে ১ কোটি টাকার মালামাল পুড়ে ছাই


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৬

dcm_1232স্টাফ রিপোর্টার:

কুমিল্লার ব্রাহ্মনপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিন বাজারের তাল তলায় ১৩ অক্টোবর রাত আনুমানিক ৯ টায় বিদ্যুতের সর্ট সাকির্ট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহুরতের মধ্যে ৬ টি দোকান ঘর ও দোকানে থাকা মালামাল পুড়ে ১ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়।
এলাকাবাসী তাৎক্ষনিক ভাবে মাঝখানের একটি দোকান ভেঙ্গে ফেলার কারনে বড় ধরনের ক্ষয় ক্ষতি থেকে রক্ষা পেয়েছে বাজারটি।

এই মধ্যে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থরা হলেন শহিদ ভেরাইটিজ ষ্টোর প্রোপাইটর মোঃ জিলানী,মনির ওয়াকসর্প প্রোপাইটর মনির হোসেন,সততা ডেইরী এন্ড পোল্টীর প্রোপাইটর মোঃ আলম, সেবা মেডিকেল হলের প্রোপাইটর মোঃ মোস্তফা,শহীদ ষ্টোরের প্রোপাইটর মোঃ খলিল, জুয়েল ফার্নিচারের প্রোপাইটর মোঃ আলম এর দোকানে থাকা মালামাল সহ দোকান ঘর গুলো পুড়ে ছাই হয়ে যায়।

এলাকাবাসীর প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস ও কসবা কুটি থেকে ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন সম্পুর্ন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে ব্রাহ্মনপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, সাহেবাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা ছারোয়ার খান, সাহেবাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন নান্নু সহ ঘটনার স্থলে তাৎক্ষনিক ভাবে গিয়ে আগুন নিয়ন্ত্রেনে আনার সার্বিক সহায়তা করেন। ব্রাহ্মনপাড়া থানা আওয়ামীলীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী জানান আমি খবর পাওয়ার সাথে সাথে কুমিল্লা ও কুটি ফায়ার সাভির্সকে বলে দ্রুত গতিতে আসার জন্য আহবান জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি