বুধবার,১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাজনৈতিক নেতৃত্ব সংকটে উন্নয়ন বঞ্চিত দক্ষিণ এশিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৬

base_1476592370-international-relations

পূর্বাশা ডেস্ক:

রাজনৈতিক নেতৃত্ব সংকটের কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কাঙ্ক্ষিত অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উন্নয়ন আসেনি। এ অঞ্চলের রাজনৈতিক বৈরিতা, অসম প্রতিযোগিতা এবং নেতাদের মধ্যে আস্থা ও বিশ্বাসহীনতার কারণে এজেন্ডা ২০৩০ বাস্তবায়ন সম্ভব নয়। এসব কারণে সার্কের ভাঙনও শুরু হতে পারে।

গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী নবম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের (এসএইএস) প্লানারি সেশনে এসব কথা বলেন বক্তারা। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘২০৩০ সালের দক্ষিণ এশিয়া পুনর্ভাবনা’। ‘ইজ পলিটিক্যাল লিডারশিপ ইন সাউথ এশিয়া রেডি ফর ইমপ্লিমেন্টিং দ্য ২০৩০ এজেন্ডা’ শীর্ষক সেশনের সঞ্চালনা করেন সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কীভাবে আঞ্চলিক সহযোগিতা কাজে লাগানো যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতার কৌশল ও ক্ষেত্রগুলো সামনের দিনে এগিয়ে আনার সম্ভাব্য উপায় ও প্রতিবন্ধকতাগুলোর ওপর মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

এ অঞ্চলের মানুষের অভিন্ন স্বার্থগুলোকে সমন্বিত করে দূরত্ব ও দ্বন্দ্বগুলোকে দূর করতে হবে বলে জানান ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি এসডিজির লক্ষ্য অর্জনে এ অঞ্চলের নেতারা কি অবহিত আছে? সমস্যার মূলে গিয়ে আমাদেরকে সমাধানের উদ্যোগ নিতে হবে। অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সম্ভাবনাকে সঠিক নেতৃত্বের মাধ্যমে তুলে আনতে হবে।

সার্ক সম্মেলন স্থগিত হওয়া শুধু পাকিস্তানের জন্যই হতাশাজনক নয়, এটা পুরো দক্ষিণ এশিয়ার জন্য হতাশা বয়ে আনবে বলে জানান পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় সচিব ও সংসদ সদস্য রানা মাহমুদ আফজাল খান। সংলাপ ছাড়া এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তি, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করা সম্ভব নয়। পাকিস্তান সন্ত্রাসবাদের অপবাদ থেকে মুক্ত হতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে দেশে ব্যাপক হারে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ভুটানের সংসদ সদস্য চিয়দা জামসো বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে এবং কার্যকর উপায় খুঁজে বের করতে সার্ক একটি গুরুত্বপূর্ণ বাহন ও মাধ্যম হতে পারত। কিন্তু সেটি সঠিক পথে নেই। এ অঞ্চলের রাজনৈতিক নেতারা অর্থনৈতিক ও সামাজিক মুক্তি অর্জনের লক্ষ্যে গঠিত এজেন্ডা ২০৩০ বাস্তবায়নে মোটেও প্রস্তুত নয়। সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে রাজনৈতিক বৈরিতা, অসম প্রতিযোগিতা, নেতাদের মধ্যে আস্থা ও বিশ্বাসহীনতা এখন এ অঞ্চলের প্রধান বাধা। এজন্য কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে না, যার ফলে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের মানুষ।

আঞ্চলিক ও পারস্পারিক সম্পর্ক উন্নয়নে শুধু রাজনীতিবিদরাই নয়, সুশীল ও বুদ্ধিজীবীদের গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে বলে মতামত দেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। তবে রাজনীতিবিদদের লক্ষ্য কী হওয়া উচিত, সেটিরও ব্যাখা দেন অতিথিরা। টেকসই ও দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রের দ্রুত সম্প্রসারণ এবং সুশাসন— এ তিনটি লক্ষ্যে বাস্তবায়নে এ অঞ্চলের রাজনৈতিক নেতাদের গুরুত্বারোপ করতে হবে বলে জানান শ্রীলংকার বিশেষ কার্যসম্পাদন (অ্যাসাইনমেন্ট) মন্ত্রী সারথ আমুনুগামা।

সম্মেলনে সহ-আয়োজক হলো ভারতের রিসার্চ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ফর ডেভেলপিং কান্ট্রিজ, পাকিস্তানের সাসটেইনেবল ডেভেলপমেন্ট পলিসি ইনস্টিটিউট, শ্রীলংকার ইনস্টিটিউট অব পলিসি স্টাডিজ অব শ্রীলংকা এবং দক্ষিণ এশিয়া ওয়াচ অন ট্রেড, ইকোনমিকস অ্যান্ড এনভায়রনমেন্ট। দক্ষিণ এশিয়ার বিভিন্ন সমস্যা এবং এ অঞ্চলের আর্থসামাজিক-রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনার প্লাটফর্ম হিসেবে ২০০৮ সালে সাউথ এশিয়া ইকোনমিক সামিট (এসএইএস) আত্মপ্রকাশ করে। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী আজ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন।

ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব সার্কের অন্য দেশগুলোকে এশিয়ার অন্য জোটগুলোর মধ্যে যুক্ত হওয়ার প্রবণতা বাড়াতে পারে বলে মনে করেন ভারতের মিডিয়াস্কেপ প্রাইভেট লিমিটেডের প্রধান সম্পাদক শেখর গুপ্ত। তাছাড়া আঞ্চলিক সম্পর্ক অনেকটাই এখন ভারত-পাকিস্তানের ওপর নির্ভর করছে। আর তেমনই শঙ্কার কথাও জানান আফগানিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা নাজির কাবিরি। তিনি বলেন, সার্ক সঠিকভাবে কাজ না করলে বিকল্প দেখতে হবে। আমরা এখন সেন্ট্রাল এশিয়ার দিকে নজর দিচ্ছি। এ জোট থেকে অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নের সুযোগ-সুবিধা বেশি পাওয়া যাবে। আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।

মুক্ত আলোচনায় ড. কামাল হোসেন, ইউএনইএসসিএপির প্রতিনিধি নাগেশ কুমার ছাড়াও অন্যরা বক্তব্য রাখেন। পরে আরো একটি প্লানারি সেশন ছাড়াও অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিপিডির ট্রাস্টি চেয়ারম্যান রেহমান সোবহান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি