মঙ্গলবার,২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মিয়ানমারে ১৭৫ টন ওজনের একটি পাথরের সন্ধান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৬

pathor-550x308

ডেস্ক রিপোর্ট :

মিয়ানমারের একটি খনি থেকে ১৭৫ টন ওজনের একটি বিশাল জেড পাথর পাওয়া গেছে। পাথরটির মূল্য আনুমানিক এক কোটি ৭০ লক্ষ ডলার।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের একটি খনি থেকে বিশালাকৃতির এই জেড পাথরটি পাওয়া যায়। পাথরটি ১৪ ফুট উঁচু এবং ১৯ ফুট দীর্ঘ।

জেড হচ্ছে সবুজ রংয়ের প্রায়-স্বচ্ছ একটি পাথর। বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায় মিয়ানমারেই (বার্মা)। এই দেশটির মোট জিডিপির অর্ধেকই আসে জেড শিল্প থেকে। জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে জেড পাথরকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি